X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১০:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০

নাফ নদীতে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোররাতে নাফ নদীর শাহপরীর দ্বীপসহ বিভিন্ন পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় এসব মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে এই ঘটনায় একই এলাকা থেকে পৃথকভাবে আরও ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে গত দুইদিনে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।




কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরজুল হক টুটুল বলেন, ‘আজ ভোররাত পর্যন্ত নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে ১৯ জন নারী ও শিশুদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১০ শিশু ও ৯ জন নারী রয়েছে। এর আগে বুধবার সকালে একইভাবে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন জানান, বুধবার রাতে নাফ নদীর জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১১টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপে ২ জন ও ভোর সকালে ১৫ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ নাফ নদীর মোহনা গোলারচর মুখে ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘শুনেছি শাহপরীরদ্বীপ এলাকা থেকে কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধার করে না নিয়ে আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সে দেশের সেনাবাহিনীর মধ্যে সহিংস ঘটনার পর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে। একইভাবে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে জলসীমানা অতিক্রম করে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।

/এআর/
সম্পর্কিত
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
প্রত্যাবাসনই একমাত্র সমাধান: মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি
কান উৎসব ২০২৪স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি
‘লাপাত্তা লেডিজ’, মধ্যবিত্তের বিনোদন ও ‘বই দেখা’
‘লাপাত্তা লেডিজ’, মধ্যবিত্তের বিনোদন ও ‘বই দেখা’
ক্যাস্টর অয়েলের এই ৭ ব্যবহার ও উপকারিতার কথা জানতেন? 
ক্যাস্টর অয়েলের এই ৭ ব্যবহার ও উপকারিতার কথা জানতেন? 
জাল ভোট দিতে গিয়ে দুই তরুণের ৬ মাস করে কারাদণ্ড
জাল ভোট দিতে গিয়ে দুই তরুণের ৬ মাস করে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’