X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র দিতো চক্রটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৬:০৫





গ্রেফতার প্রতারক চক্রের দুই সদস্য চট্টগ্রাম কাস্টমস হাউসে অফিস সহায়ক পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে মানুষের কাজ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী রোডের হোটেল পূবরী (আবাসিক) থেকে তাদের গ্রেফতার করা হয়। কাস্টম হাউসের চট্টগ্রাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে প্রবেশপত্র, পরীক্ষার ফলাফল, নিয়োগপত্র ইত্যাদি তৈরি করে সরবরাহ করতো তারা।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় পিবিআই চট্টগ্রাম মেট্রোর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।
পুলিশ সুপার বলেন, ‘চক্রটি এ পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসে ২৩ জনের নামে ভুয়া প্রবেশপত্র, ২০ জনের নামে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র, ২১ জনের নামে ভুয়া নিয়োগ, চট্টগ্রাম বন্দরে একজনের নামে নিয়োগপত্র ও পুলিশ ক্লিয়ারেন্স পত্র, সেনাবাহিনীতে চারজন ও এনবিআর-এ ২৭ জনের নামে নিয়োগপত্র ইস্যু করেছে।’
গ্রেফতার দুজন হলেন—আনোয়ার হোসেন প্রকাশ আতিকুর রহমান ও মো. তোফাজ্জল হোসেন (৫৪)। আতিক ফেনীর পরশুরাম থানার সালামত আলী চৌধুরী বাড়ির মোস্তফা চৌধুরীর ছেলে এবং তোফাজ্জল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চরতালিমাবাদের মৃত খবির উদ্দিনের ছেলে। এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রিপন সিকাদার (৩০) নামে এই মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলন মঈন উদ্দিন বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর সাইফুল ইসলাম, আব্দুল গফুর ও মিলন চক্রবর্তী নামে তিনজন অফিস সহকারী পদের নিয়োগপত্র নিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজে আসেন। তিন জনের কাছে থাকা ওই নিয়োগপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, কাস্টম হাউসের চট্টগ্রাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে প্রবেশপত্র, পরীক্ষার ফলাফল, নিয়োগপত্র ইত্যাদি তৈরি করে তাদের সরবরাহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনার ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেন এনবিআর চেয়ারম্যানকে। পরে এনবিআর চেয়ারম্যান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শক, র‌্যাব মহাপরিচালক, পিবিআই মহাপরিচালক, সিআইডির অতিরিক্ত মহা-পরিদর্শককে চিঠি পাঠান। এরপর পিবিআই বিষয়টি তদন্তের জন্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সন্তোষ কুমার চাকমাকে দায়িত্ব দেন।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে পিবিআইয়ের একটি টিম ভুয়া নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য মো. রিপন সিকদারকে গ্রেফতার করে। পারে জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে সে এবং সহযোগী হিসেবে আনোয়ার হোসেন ও তোফাজ্জলের নাম ঠিকানা প্রকাশ করে। রিপনের মোবাইল পর্যালোচনা করেও বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে নগরীর হোটেল পূবরী থেকে আতিকুর ও তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম বন্দর, এনবিআর ও বাংলাদেশ সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ সংশ্লিষ্ট নিয়োগপত্র, প্রবেশপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, প্রশ্নপত্র, উত্তরপত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’
এ সর্ম্পকে পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৫ সাল থেকে তারা সংঘবদ্ধভাবে পরস্পর যোগসাজশে চট্টগ্রাম কাস্টমস-সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের কথা বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক সংগ্রহ করে টাকা-পয়সা হাতিয়ে নেয়। তাদের দেওয়া জবানবন্দি ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা জেনেছি, ভুয়া নিয়োগ প্রদানের জন্য তারা নিজেরাই বিভিন্ন পদের জন্য সার্কুলার ইস্যু করে থাকে। এরপর একটি অফিসে নিয়োগের জন্য যত ধরনের প্রক্রিয়া সম্পাদন করতে হয়, সবকিছু তারাই করে। বিভিন্ন হোটেলে এনে নিয়োগপ্রার্থীদের নিয়োগ পরীক্ষা নেয়। পুরো টাকা বুঝে পাওয়ার পর নির্ধারিত প্রতিষ্ঠানের সামনে নিয়োগ প্রার্থীকে নিয়োগপত্র বুঝিয়ে দিয়ে যোগাযোগে ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে দেয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই
দাবা খেলা নিষিদ্ধ করলো তালেবান
দাবা খেলা নিষিদ্ধ করলো তালেবান
আগামী দুই শনিবার খোলা থাকবে ডিএসই, ১০ দিনের ছুটি পুঁজিবাজারে
আগামী দুই শনিবার খোলা থাকবে ডিএসই, ১০ দিনের ছুটি পুঁজিবাজারে
ভোলায় পাঁচ যাত্রী নিয়ে চলাচলের দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ
ভোলায় পাঁচ যাত্রী নিয়ে চলাচলের দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র