X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভুয়া ডিগ্রি ব্যবহার করে ১১ বছর ধরে রোগীদের দিয়েছেন ব্যবস্থাপত্র!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২১, ১৮:৩৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:৩৩

'এমবিবিএস ডাক্তার', আছে পিজিডি ডিগ্রিও। তবে বাস্তবে চিকিৎসা বিষয়ক কোনও সার্টিফিকেট নেই। তবুও শিশু, মেডিসিন এবং সার্জারি বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘ ১১ বছর অসংখ্য রোগীর সঙ্গে প্রতারণা করছেন তিনি। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত আবুল কাশেমের পুত্র ও কথিত চিকিৎসক জাহাঙ্গীর আলম। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া পথেরহাটস্থ তার চেম্বার থেকে প্রতারক জাহাঙ্গীরকে আটক করে।

সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। চেম্বার থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, সিল, সাইনবোর্ডসহ অন্যান্য কাগজপত্রও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

মো. আনোয়ার হোসেন শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, অনেকদিন ধরেই ভুয়া ডাক্তার জাহাঙ্গীরকে আমরা সন্দেহের তালিকায় রেখেছিলাম। অবশেষে সুস্পষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে রাউজান পথেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অভিযানকালে প্রথমে প্রতারক জাহাঙ্গীর চিকিৎসা বিষয়ক বিভিন্ন পরিভাষা (টার্ম) উল্লেখ করে উপস্থিত পুলিশ কর্মকর্তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চালান। কিন্তু পুলিশের জেরার মুখে কোনও সনদ বা বিএমডিসি নিবন্ধনের প্রমাণপত্র উপস্থাপনে ব্যর্থ হয়ে পরবর্তীতে প্রতারণার বিষয়টি স্বীকার করে নেন। এক পর্যায়ে তিনি গরিবের বন্ধু হিসেবে সারাজীবন ভূমিকা পালন করে এসেছেন দাবি করে তাকে গ্রেফতার না করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
তেল পরিশোধনে রেকর্ড গড়লো ইস্টার্ন রিফাইনারি
তেল পরিশোধনে রেকর্ড গড়লো ইস্টার্ন রিফাইনারি
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক