X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হেফাজতের তাণ্ডবের ১৮দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১৫:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৫:৪০

হেফাজতের তাণ্ডবের ১৮ দিন পর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পৌর আ.লীগের সভাপতি মোসলেম মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএমএইচ মাহাবুবুল আলম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংঙ্গীতাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মন্দির, ভূমি অফিস, পৌরসভা থেকে শুরু করে এমন কোনও সরকারি-বেসরকারি স্থাপনা নেই, যেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়নি। বক্তারা এ ঘটনার জন্য হেফাজতের নায়েবে আমির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে দায়ী করেন। তাণ্ডবের ঘটনায় তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান আ.লীগের নেতাকর্মীরা।

পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে কটূক্তির অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিবকে তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন আ.লীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে জেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন:

হেফাজতের তাণ্ডব ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আ.লীগ ব্যর্থ: দলের সদ্য ‘বহিষ্কৃত সদস্য’
হেফাজতের আগুনে পুড়লো জমির দলিল, শঙ্কায় সাধারণ মানুষ
আগুনে পোড়ানো হলো ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন
হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের যত ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: ৪৯ মামলায় গ্রেফতার ৫৫
হেফাজতের তাণ্ডবের সময় ছিনিয়ে নেওয়া গুলি উদ্ধার, গ্রেফতার চার
হেফাজতের তাণ্ডব: জেলা পরিষদের ক্ষতি পাঁচ কোটি টাকা
‘রেল স্টেশনে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা