X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কোম্পানীগঞ্জে বাদলের ১৬৩ অনুসারীর বিরুদ্ধে পুলিশের মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৫:৪৯আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৪৯

নোয়াখালীল কোম্পানীগঞ্জের টেকের বাজারে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ১৬৩ অনুসারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোটভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার প্রতিপক্ষ।

শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

কোম্পানীগঞ্জে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ, চার পুলিশ আহত

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, শনিবার সকালে আওয়ামী লীগ নেতা বাদলের ওপর হামলার জের ধরে তার অনুসারীরা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারের বসুরহাট-পেশকার সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে, তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখপূর্বক ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

বসুরহাট-পেশকারহাট রাস্তার মাথার প্রধান সড়ক অবরোধ করেন বাদলের অনুসারীরা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং কোনও মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে শনিবার সকাল ৯টায় বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও আওয়ামী লীগ নেতা আলালের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে বাদলের কর্মী সমর্থক ও অনুসারীরা চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারে সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ তাদেরকে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশও তাদেরকে শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাদল অনুসারী চার জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

বাদলের ওপর কাদের মির্জার অনুসারীদের হামলার অভিযোগ


উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মঞ্জু অভিযোগ করেন, হামলাকারীরা বাদলের গাড়ির গতি রোধ করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-মাথা ফাটায়, পা ও বুকের হাড় ভেঙে দেয় এবং কানে গুরুতর আঘাত করে। পরে এ ঘটনায় শনিবার দুপুর ১২ টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহবান করা হয়।

তবে এ বিষয়ে কাদের মির্জার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাদলের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত নন দাবি করে পোস্ট দেন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

 

/টিটি/
সম্পর্কিত
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
‘সেন্টমার্টিনে বোমা বানানোর সব জিনিস আছে, তাই আমেরিকার চোখ পড়েছে’
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ