X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাদলের ওপর কাদের মির্জার অনুসারীদের হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১২ জুন ২০২১, ১৩:২৬আপডেট : ১২ জুন ২০২১, ১৩:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের (৫২) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাদলের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয় এবং তার সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা হাসিবুল হোসেন আলালও আহত হন বলে অভিযোগ পাওয়া যায়।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার বসুরহাট বাজারের প্রেস ক্লাবের সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কে এই ঘটনা ঘটে বলে জানা যায়।  এ হামলার প্রতিবাদে উপজেলার বিভিন্ন এলাকায় কাদের মির্জার বিরুদ্ধে মিছিল করছেন বাদল অনুসারীরা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও আবদুল কাদের মির্জার ভাগনে মাহবুবুর রশীধ মঞ্জু বলেন, ‘শনিবার সকাল ৯টায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল ব্যক্তিগত গাড়িতে আওয়ামী লীগ নেতা হাসিবুল হোসেন আলালসহ ঢাকার উদ্দেশে রওয়ানা হন। পথে বসুরহাট বাজারে প্রেস ক্লাবের একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কাদের মির্জার ৪০ থেকে ৫০ জন অনুসারী তার গাড়ির মুখোমুখি হয়। এ সময় কেচ্ছা রাসেল, ডাকাত মাসুদ, শিহাব, সজল ও ওয়াসিমসহ কাদের মির্জার অনুসারীরা বাদলের গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে গাড়ির গতিরোধ করে বাদলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।’

বাদলের সফরসঙ্গী হাসিবুল হোসেন আলাল বলেন, ‘চাপরাশিরহাট বাজার থেকে সকাল ৯টায় আমরা বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিলাম। যাত্রাপথে কাদের মির্জার অনুসারীরা গাড়ির গতিরোধ করে গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে মিজানুর রহমান বাদল ও আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।’

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জোবায়ের জানান, আহত মিজানুর রহমান বাদল ও হাসিবুল হোসেন আলালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে মেয়র আবদুল কাদের মির্জার ফোনে কল দেওয়া হলে অপর প্রান্ত থেকে তার সহকারী পরিচয় দিয়ে একজন বলেন, ‘কাদের মির্জা অসুস্থ, বিশ্রামে আছেন।’ হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়র বা তাদের কোনও লোকজন হামলার সঙ্গে জড়িত নয়। তারা সেখানে ছিলেন না।’

 

/এমএএ/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!