X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কুমিল্লা-৫ উপনির্বাচন: জাপা প্রার্থী জসিম বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০২১, ০০:২৪আপডেট : ২২ জুন ২০২১, ০০:২৪

দলীয় নেতাকর্মীদের না জানিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. জসিম উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারায় কমিটি বিলুপ্ত ঘোষণা এবং জসিমকে অব্যাহতি প্রদান করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত বহিষ্কার ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, মো. জসিম উদ্দিন উপনির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনও পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনি মাঠে থাকার প্রতিশ্রুতিতে জাতীয় পার্টির সংসদীয় বোর্ড তাকে মনোনয়ন দেয়। কিন্তু তিনি বোর্ডের সিদ্ধান্ত অমান্য করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের মহন বলেন, ‘কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী মো. জসিম উদ্দিন টাকার বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন কাউকে না জানিয়ে।’

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ন মুন্সি বলেন, ‘প্রার্থীর অপকর্মের দায় তো আমরা নিতে পারি না। জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি। তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।’ 

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চার দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জসিম। রবিবার (২০ জুন) বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন জাপার প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বদ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যঅডভোকেট আবুল হাসেম খান। এ আসন থেকে তারা দুজন নিজ নিজ দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু