X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

শ্বশুরবাড়ি থেকে আম-কাঁঠাল কম পাঠানোর কারণে স্ত্রীকে নির্যাতন

ফেনী প্রতিনিধি
২৯ জুন ২০২১, ০০:৫০আপডেট : ২৯ জুন ২০২১, ০২:৩৪

ফেনীর পরশুরামে শ্বশুরবাড়ি থেকে আম-কাঁঠাল কম পাঠানোর অভিযোগে স্ত্রীকে লোহার রড দিয়ে হাত-পা এবং মাথায় আঘাত করে ইট দিয়ে মাথা ও পিঠ থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে ইয়াকুব আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার (২৮ জুন) রাতে পুলিশ ইয়াকুব ও তার বাবা আবুল কাশেমকে গ্রেফতার করেছে।

পরশুরাম মডেল থানার ওসি খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার সকালে গৃহবধূ ফারজানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় ফারজানা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ফারজানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার স্বামী মাদকাসক্ত। চার লাখ টাকা যৌতুক দাবি এবং তুচ্ছ কারণে এর আগেও বহুবার তাকে মারধর করেছে। রবিবার তার বাবার বাড়ি থেকে আম-কাঁঠাল পাঠানো হয়। সেগুলো দেখে কম হয়েছে এমন অজুহাতে শ্বশুর কাশেম তাকে নাজেহাল করে। সে ওই ফল ফেরত পাঠিয়ে দিতে বলে। পরে রাতে তার স্বামী ইয়াকুব এই ঘটনার রেশ ধরে তার উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়।

পুলিশের হাতে আটক ভুক্তভোগীর স্বামী ইয়াকুব আলী স্ত্রীর অভিযোগ অস্বীকার করে জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটিকে নির্যাতনের ঘটনা আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রোকসানা সুরাইয়া জানান, ফারজানা আক্তারের শরীরের একাধিক স্থানে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। তার মাথা হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, সাতকুচিয়া গ্রামের আবুল কাশেম বেন্ডরের ছেলে এয়াকুবের(৩৫) সঙ্গে উত্তর চন্দনার ফারজানা আক্তার সুমির বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও ফারজানাকে মারধরের অভিযোগে পরশুরাম থানা মামলা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করে পুনরায় তারা সংসার শুরু করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান ও মেম্বারের ইন্ধনে মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা: র‍্যাব
চেয়ারম্যান ও মেম্বারের ইন্ধনে মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা: র‍্যাব
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন