X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় নির্দেশনা না মেনে রাস্তায় আর্জেন্টাইন সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১১:৫৭আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:০১

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ বাংলাদেশ থেকে ১৫ হাজার কিলোমিটার দূর ব্রাজিলে অনুষ্ঠিত হলেও দুইদিন আগে থেকে টানটান উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। এর ফলে যেকোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে জেলায় হাজারও পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে ভক্তদের প্রিয় দল দীর্ঘ ২৮ বছর পর কোপার শিরোপা জেতায় পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে  ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিলের আয়োজন করে আর্জেন্টাইন সমর্থকরা। 

রবিবার (১১ জুলাই) সকাল ৮টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল, পূর্বপাইকপাড়া ও কাজীপাড়া এলাকায় গলির ভেতরে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল করেন। তবে পুলিশের ভয়ে কোনও মিছিলই শহরের প্রধান সড়কে যেতে পারেনি। অন্যদিকে খেলায় হারের পর ব্রাজিল সমর্থকদের কোনও তৎপরতা চোখে পড়েনি।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার আনন্দে ম্যাচ শেষ হওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বৌ-বাজার মোড় থেকে ২০ জন আর্জেন্টাইন সমর্থক একটি আনন্দ মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করতে থাকেন। 

তবে মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ চলে আসায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এছাড়া শহরের পূর্বপাইকপাড়া ও কাজীপাড়ায়ও আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকেরা।

এদিকে, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচকে ঘিরে সংঘাতের জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুরো জেলায় মোতায়েন করা হয় সহস্রাধিক পুলিশ সদস্য। এছাড়া শনিবার সারা জেলায় মাইকিং করে ঘরে বসে খেলা দেখার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়। বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং খেলার পর আনন্দ মিছিল ও পটকা ফাটিয়ে উল্লাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পুলিশের এ নিষেধাজ্ঞার কারণে এবার জেলার কোথাও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করতে পারেননি ফুটবল প্রেমীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্দেশনা না মেনে রাস্তায় আর্জেন্টাইন সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়ার অতিক্তি পুলিশ সুপার মোল্লা মো. শাহীন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন কার্যকরে পুলিশের বিশেষ টিমগুলো আগে থেকেই মাঠে কাজ করছিল। তবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘাত এড়াতে মাঠে তৎপর ছিল পুলিশ। ম্যাচকে কেন্দ্র করে কেউ যেন কোনও বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য বিট পুলিশের ১১৬টি টিম এবং ৪৫টিরও বেশি বিশেষ টিমসহ পুরো জেলায় সহস্রাধিক পুলিশ সদস্য সর্তক ছিল। 

উল্লেখ্য, গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক ব্রাজিল সদস্য ও তিন আর্জেন্টিনার সমর্থক আহত হন। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর দেশে ও আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার পর নড়েচড়ে বসে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক