X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফিলিং স্টেশনের আড়ালে গ্যাস মজুত, চড়া দামে বিক্রি

কুমিল্লা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

সিএনজি ফিলিং স্টেশন থেকে মিটার ছাড়া অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ১৭ জনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১৯ সেপ্টেম্বর) ফেনীর দেবীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সরবরাহ করা পাঁচটি কাভার্ডভ্যান, ৬০২টি সিলিন্ডার গ্যাসের বোতল ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্যাস চোর চক্রের আটক সদস্যরা

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তাদেরেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা গ্যাস চোর চক্রের সদস্য। চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুত করে তা অবৈধভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেখানকার বিভিন্ন কারখানায় এসব গ্যাস চড়া দামে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় আইনানুগ ব্যবস্থার নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফিলিং স্টেশনের আড়ালে গ্যাস মজুত, চড়া দামে বিক্রি

আটকরা হলেন- ফেনী জেলার সদর থানার উত্তর শর্শদী গ্রামের মো. তাহের (৩৩), ছাগলনাইয়া থানার পশ্চিম সবু গ্রামের মো. সাইদুর রহমান (২০), দক্ষিণ আধার মানিক গ্রামের মো. সাইদুল ইসলাম রনি (২৮), লক্ষ্মীপুর জেলার গোপী হরি গ্রামের শিবু (২১), একই গ্রামের যাদব কুমার দাস (২৬),  রামগতি থানার শিক্ষা গ্রামের মো. হামীম (২০), শ্যামল গ্রামের মো. মাহমুদুল হাসান (৩২), শিক্ষা গ্রামের মো. রাশেদ (২২), সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের মো. রায়হান (২৭), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের সুমন ফরাজী (২৪), খেয়াস গ্রামের নাছির উদ্দিন (৪৭), নাঙ্গলকোট থানার সারদাতলী গ্রামের ইব্রাহীম (২৭), মদনপুর গ্রামের সোহাগ (৪১), দক্ষিণ সান্ধ্যকরা গ্রামের ইকবাল হোসেন (২১), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হারিণতোয়া গ্রামের জুনায়েদ হোসেন (৩১), একই থানার মনিয়াবাদ গ্রামের মো. নূর ইসলাম (৩৭) ও লোহাগড়া থানার ভবানীপুর গ্রামের নাছির (৪২)।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
পরপর দুবার কমলো এলপিজির দাম
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী