X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশসহ আহত ৫

নোয়াখালী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নির্বাচনে পরাজিত এক মেম্বার প্রার্থী ও তার সমর্থকদের হামলায় তিন পুলিশ ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের দারুল উলুম কাওমি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কুমিল্লা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল শাহাদাত হোসেন, মো. তারেক ও রায়হান রাজা এবং আনসার সদস্য মো. আলাউদ্দিন ও মো. ফারুক হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৭টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাহবুবুল ইসলাম। ফল ঘোষণার পর কেন্দ্রের বাইরে উত্তেজিত লোকজন কেন্দ্রের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাকসুদুর রহমান জানান, ফলাফল ঘোষণার পর ২ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের পরাজিত প্রার্থী সোহরাব হোসেন ফল ভুল হয়েছে বলে অভিযোগ তোলেন। কিছুক্ষণ পর তিনি লোকজন নিয়ে আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় আত্মরক্ষার্থে সাত রাউন্ড গুলি করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি ও পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কেন্দ্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাসহ দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যান। এতে আমাদের তিন পুলিশ ও দুই আনসার সদস্য আহত হয়েছেন।

প্রিসাইডিং অফিসার মাহবুবুল ইসলাম বলেন, কেন্দ্রে হামলার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
দিনাজপুরে ইউপি নির্বাচনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ