X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবশেষে রাঙামাটিতে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট

রাঙামাটি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪

দীর্ঘ অপেক্ষার পর রাঙামাটি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের সেবা চালু হয়েছে। পাশাপাশি ২৪ শয্যার আইসোলেশন সেন্টারেরও উদ্বোধন করা হয়েছে। করোনার রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এই দুই বিভাগ চালুর ফলে সদর হাসপাতালের রোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। আর এতে করোনা রোগীদের সব ধরনের চিকিৎসার সুবিধার কথা জানালেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। রাঙামাটির সাত লাখ মানুষের আধুনিক চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতাল।

গত বছরের মার্চে করোনার ঊর্ধ্বগতির পর রাঙামাটিতে করোনা রোগীদের জন্য স্বাস্থ্যসেবা বলতে তেমন কিছু ছিল না। করোনা রোগীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন, হাসপাতাল কর্তৃপক্ষ গত দেড় বছর সিলিন্ডারের মাধ্যমে সেই সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে। হাইফ্লো অক্সিজেন রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হতো। এসব রোগীদের চট্টগ্রামে রেফার করা হতো। অনেকেই চিকিৎসার অভাবে মারাও গেছেন।

অবশেষে সদর হাসপাতালের পাশেই বসানো হয়েছে প্ল্যান্টের লিকুইড ট্যাংক। যেখানে থেকে লাইন গেছে হাসপাতালের প্রতি ফ্লোরে, প্রতি বেডে। পাশাপাশি করোনা রোগীদের নিবিড় সেবা প্রদানের জন্য হাসপাতালের অপর পাশে চালু হয়েছে ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার।

অবশেষে রাঙামাটিতে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট দুর্গম জুরাছড়ি উপজেলা থেকে আসা রবিন চাকমা বলেন, ‘আমার অসুস্থ ছেলেকে জুরাছড়ি থেকে রাঙামাটি হাসপাতালে সকালে নিয়ে আসি এবং এখানে অক্সিজেন সেবা পাওয়ায় আমি খুশি। আমরা গরিব মানুষ আমাদের পক্ষে কোনও রোগীকে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা করানো সম্ভব না।’

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, কোভিড ছাড়াও হাসপাতালে অক্সিজেন সমস্যা ছিল। আজ থেকে সামগ্রিকভাবে অক্সিজেন ব্যবস্থার সমাধান হলো। এখন থেকে সব ধরনের রোগীদের অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কোভিড রোগীদের দূরে আলাদা ভবনে রাখতে হতো। দূরে রাখতে গিয়ে নানান সমস্যায় পড়তে হতো। হাসপাতালের অপর পাশে চালু হয়েছে ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে একটি ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার নির্মাণ করা হয়েছে। জেলাবাসীর স্বাস্থ্যসেবার জন্য যা যা করার তার সবকিছুই করার চেষ্টা করবো আমরা।’

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘পাহাড়ি জেলা হিসেবে অনেকটা পিছিয়ে ছিল রাঙামাটি। একই দিনে অক্সিজেন প্ল্যান্ট এবং করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য ২৪ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার চালু হলো। এতে পার্বত্যবাসী উন্নত চিকিৎসা সেবায় আরেকটু এগিয়ে গেলো। আরও কিছু সমস্যা আছে, সেগুলো সমাধানে আমরা কাজ করছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
গরমে বাড়ছে নানা রোগ, চাপে আছে হাসপাতালগুলো
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা