X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটির ১১ ইউপিতে ৩৯৭ জনের মনোনয়ন দাখিল

জিয়াউল হক, রাঙামাটি
১৭ অক্টোবর ২০২১, ২১:৫৯আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:৫৯

রাঙামাটিতে দ্বিতীয় ধাপে তিন উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৩৫ ও সাধারণ এবং সংরক্ষিত পদে ৩৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ পিছিয়ে যায়।

বরকল উপজেলার চার ইউনিয়ন

বরকল উপজেলার চার ইউনিয়নে নির্বাচন হচ্ছে। সুবলং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন তিন জন। আওয়ামী লীগের নৌকার প্রার্থী পবিত্র চাকমা। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন নয় জন, সাধারণ আসনে ২৬ জন। বরকল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন পাঁচ জন। আওয়ামী লীগের প্রার্থী
প্রভাত কুমার চাকমা। সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দেন নয় জন, সাধারণ আসনে ২৯ জন। আইমাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন পাঁচ জন। আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির উদ্দিন। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন নয় জন ও সাধারণ আসনে ২৮ জন। বড় হরিনা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন পাঁচ জন। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন সাত জন ও সাধারণ আসনে ২১ জন।

বিলাইছড়ির তিন ইউনিয়নে নির্বাচন

বিলাইছড়ির তিন ইউনিয়নে নির্বাচন হচ্ছে। তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে বিলাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন। আওয়ামী লীগের প্রার্থী ভদ্রসেন চাকমা। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন পাঁচ জন ও সাধারণ আসনে ১৯ জন। কেংড়াছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চার জন। আওয়ামী লীগের প্রার্থী রামাচরন মার্মা। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন আট জন ও সাধারণ আসনে ২০ জন। ফারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চার জন। আওয়ামী লীগের প্রার্থী বিদ্যালাল তনচংগ্যা। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন নয় জন, সাধারণ আসনে ৩৩ জন।

কাপ্তাইয়ের চার ইউনিয়নে নির্বাচন  

কাপ্তাই উপজেলার চারটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শনিবার মধ্যরাতে আওয়ামী লীগের প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। এ জন্য ১১ নভেম্বরের পরিবর্তে ২৮ নভেম্বর চিৎমরম ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়া¹া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দুই জন। আওয়ামী লীগের প্রার্থী চিরনজীত তনচংগ্যা। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন আট জন, সাধারণ আসনে ২০ জন। কাপ্তাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দুই জন। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল লতিফ। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন সাত জন, সাধারণ আসনে ২৬ জন। রাইখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চার জন। আওয়ামী লীগের প্রার্থী থোয়াই সা প্রু। সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দেন নয় জন, সাধারণ আসনে ২৭ জন।

আগামী ২১ অক্টোবর যাচাই-বাছাই, ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং আগামী ১১ নভেম্বর হবে ভোটগ্রহণ।

/এএম/
সম্পর্কিত
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
সর্বশেষ খবর
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে