X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নোয়াখালীর ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৯

নোয়াখালী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১৫:৩৩আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:৪৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িত অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ নয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৪টা থেকে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হলো—নিজাম উদ্দিন (৩৫), মো. রাসেল (৩২), আবদুল মোতালেব (৪৭), শাহাদাত হোসেন (৩৪), গোলাম কিবরিয়া (৩২) ও আনোয়ারুল আজিম (৪০)।প্রত্যেকেই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২০ অক্টোবর) দুপুরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুরের একটি বিশেষ আভিযানিক দল চৌমুহনী কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে বিশৃঙ্খলায় জড়িত আনোয়ারুল আজিমকে গ্রেফতার করে। তিনি সিসিটিভি ফুটেজ ও ভিডিও স্থিরচিত্রের মাধ্যমে শনাক্তপূর্বক বিভিন্ন মন্দিরে হামলা ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি। একই দিন বিকাল পৌনে ৫টায় অভিযানিক দল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন, রাসেল, আব্দুল মোতালেব, সাহাদাত ও গোলাম কিবরিয়াকে গ্রেফতার করতে করা হয়। তাদের বেগমগঞ্জ মডেল থানায় দায়েরকৃত চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, চৌমুহনী বাজারে পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান, একলাশপুর গ্রামের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান ও একই গ্রামের আবদুল মমিনের ছেলে খলিলুর রহমান। এর মধ্যে খলিলুর রহমান ১৮ অক্টোবর বেগমগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।
 
আজ দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো এক বার্তায় জানানো হয়, এ নিয়ে মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বেগমগঞ্জে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ১৮টি মামলায় এজাহারনামীয় ২৮৫ জন এবং অজ্ঞাত ৪-৫ হাজার জনকে আসামি করে মামলা করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ভুয়া ইঞ্জিনিয়ার সেজে প্রতারণা করে কলেজছাত্রীকে বিয়ে!
কথা দিয়ে রাখেনি আমিন, পাজেরো গাড়িতে ৭ লাখ ইয়াবা
ডাকাতি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৪
সর্বশেষ খবর
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
রফতানি আয়ের পুরোনো অর্থ দেশে ফেরাতে নতুন উদ্যোগ
রফতানি আয়ের পুরোনো অর্থ দেশে ফেরাতে নতুন উদ্যোগ
আন্দোলনের ঘোষণা নিয়ে দ্বিধায় ব্যাটারিরিকশা চালকদের সংগঠন
আন্দোলনের ঘোষণা নিয়ে দ্বিধায় ব্যাটারিরিকশা চালকদের সংগঠন
ইজিবাইকচালক হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
ইজিবাইকচালক হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া