X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অপহরণের ৫ মাসেও খোঁজ মেলেনি নুর উদ্দিনের

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৫ অক্টোবর ২০২১, ১৭:১৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:৩৪

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লালটিলা হতে অপহরণের পাঁচ মাসেও খোঁজ মেলেনি খামারি নুর উদ্দিন সাগরের (২৩)। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতদিনেও খোঁজ না মেলায় পরিবারে চলছে শোকের মাতম।

নুর উদ্দিনের ছোট ভাই মো. সালাউদ্দিন জানান, গত ২৩ মে রাত সাড়ে ৮টার পর তার বড় ভাই নুর উদ্দিনকে খামারবাড়ি হতে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অপহরণকারীরা তার কুয়েত প্রবাসী বাবা, ভাই, ভাবি, বোন ও তার মোবাইল ফোনে কল করে। ভয়েজ রেকর্ড পাঠিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিভিন্ন মাধ্যমে আড়াই লাখ দেওয়া হলেও নুর উদ্দিনকে ছাড়েনি। পরে বাধ্য হয়ে গত ৩ জুন মানিকছড়ি থানায় মামলা করেন সালাউদ্দিন।

মানিকছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খুরশিদ আলম জানান, নুর উদ্দিনকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গত ৪ জুন লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়ি এলাকার শমসের আলীর ছেলে আফসার আলী, রুবেল মিয়ার ছেলে মো. রনি, ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার আশুতোষ মহাজনের ছেলে মাইকেল মহাজন, চন্দনাইশ উপজেলার দিয়ারকুল এলাকার সিরাজুল হকের ছেলে মোহাম্মদ হাছান এবং ৩০ সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলার জনারকেউচিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়।

আফসার আলী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মাইকেল মহাজন ও মোহাম্মদ হাছান বিকাশে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জেলে আছেন। তাদের দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। নুর উদ্দিনকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নুর উদ্দিনকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। কারও কাছে এ সংক্রান্ত কোনও তথ্য থাকলে পুলিশকে জানিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
লেকে ভাসছিল ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি