X
বুধবার, ২২ মে ২০২৪
৮ জ্যৈষ্ঠ ১৪৩১

আ.লীগ জনগণের শ্রম-ঘামে গড়ে ওঠা দল: হুইপ স্বপন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৬:২৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:২৩

আওয়ামী লীগ জনগণের দল। সামরিক শাসন বা ক্যান্টনমেন্টে গড়ে ওঠা দল নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের ঘাম এবং শ্রমের মাধ্যমে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন। জাতির পিতা সারাজীবন লড়াই সংগ্রাম করে জীবনের ১৪ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন।’

সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ আবু সাঈদ বলেন, ‘নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দাবি করে আমাদের প্রত্যেকের উচিত মানুষের সমস্যা নিয়ে কাজ করা। তাদের দুঃখ-কষ্টের ভাগীদার হওয়া। দীর্ঘদিন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু ভুলত্রুটি হবেই। মানুষের ভুল থাকবেই। কিন্তু আমাদের ভুল কাটিয়ে মানুষকে নিয়ে কাজ করতে হবে। ভুলের জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে ত্রুটির কিছু নেই।’

তিনি বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমাদের দলীয় প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনে কেউ যেন মানুষের সঙ্গে অহংকারী আচরণ না করেন। আমাদের সবার ভুলত্রুটি থাকতে পারে। তার জন্য মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষের ভোট আদায় করে নেন। ভালোবাসা দেওয়া মানে মানুষের ভোটটি নেওয়া।’

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
আরও ৫৫ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান