X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আ.লীগ জনগণের শ্রম-ঘামে গড়ে ওঠা দল: হুইপ স্বপন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৬:২৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:২৩

আওয়ামী লীগ জনগণের দল। সামরিক শাসন বা ক্যান্টনমেন্টে গড়ে ওঠা দল নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের ঘাম এবং শ্রমের মাধ্যমে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন। জাতির পিতা সারাজীবন লড়াই সংগ্রাম করে জীবনের ১৪ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন।’

সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ আবু সাঈদ বলেন, ‘নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দাবি করে আমাদের প্রত্যেকের উচিত মানুষের সমস্যা নিয়ে কাজ করা। তাদের দুঃখ-কষ্টের ভাগীদার হওয়া। দীর্ঘদিন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু ভুলত্রুটি হবেই। মানুষের ভুল থাকবেই। কিন্তু আমাদের ভুল কাটিয়ে মানুষকে নিয়ে কাজ করতে হবে। ভুলের জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে ত্রুটির কিছু নেই।’

তিনি বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমাদের দলীয় প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনে কেউ যেন মানুষের সঙ্গে অহংকারী আচরণ না করেন। আমাদের সবার ভুলত্রুটি থাকতে পারে। তার জন্য মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষের ভোট আদায় করে নেন। ভালোবাসা দেওয়া মানে মানুষের ভোটটি নেওয়া।’

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনে ভোট চুরির অভিযোগে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা
মাস্ক পরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল, গ্রেফতার ৩
‘বিএনপির কি আকাল পড়েছে আ.লীগ থেকে লোক আমদানি করতে হবে’
সর্বশেষ খবর
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনার ‘মূল হোতা’ গ্রেফতার
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনার ‘মূল হোতা’ গ্রেফতার
কাঁচা আমের টক আচার বানানোর রেসিপি জেনে নিন
কাঁচা আমের টক আচার বানানোর রেসিপি জেনে নিন
নিষিদ্ধ ছাত্রলীগের মাগুরা জেলার সাবেক সভাপতি গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের মাগুরা জেলার সাবেক সভাপতি গ্রেফতার
আন্দোলনকারীদের প্রতি ইশরাকের বিশেষ অনুরোধ
আন্দোলনকারীদের প্রতি ইশরাকের বিশেষ অনুরোধ
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা