X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিদ্রোহী প্রার্থীর সমর্থকের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৮:১১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:০৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় সাজ্জাদ হোসেন সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। সন্ধ্যায় রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন চলছিল। রবিবার বিকালে নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন সজিব। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণার পর সজিবকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় ১৬ নভেম্বর তাকে বহিষ্কার করা হয়। 

দলীয় সূত্র জানায়, ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিকাল ৩টার দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেনের আনারস প্রতীকের লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সজিব আহত হন। প্রথমে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম ফয়সাল মাল বলেন, সজীব নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিল। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের লোকজন তাকে চাপাতি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে
রাজধানীতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক