X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৩৯ ঘণ্টা পর সংবাদপত্র এজেন্টকে পাওয়া গেলো কুমিল্লায় 

চট্টগ্রাম সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এসএম ইয়াছিন (৫৭) নামে এক সংবাদপত্র এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার ৩৯ ঘণ্টা পর কুমিল্লায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। ইয়াছিনের দাবি, সোমবার রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা তাকে কুমিল্লার চান্দিনা থানার মাধাইয়া বাজার এলাকায় ছেড়ে দিয়ে গেছে।

এর আগে রবিবার সকাল ৭টার দিকে ইয়াছিনকে সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত কয়েক ব্যক্তি।

এসএম ইয়াছিন উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের মধ্যম সোনাইছড়ীর (বার আউলিয়া) মৃত মৌলভি মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের এজেন্ট।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘অপহরণ হওয়ার ৩৯ ঘণ্টা পর কুমিল্লার চান্দিনা থানার মাদাইয়া বাজার নামক স্থান থেকে ইয়াছিনকে উদ্ধার করা হয়। সেখানে তাকে অপহরণকারীরা ছেড়ে দিয়ে চলে যায়। পরে চান্দিনা থানার সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় নিয়ে আসি। পরে সোমবার রাতে তাকে পরিবারের কাছে তুলে দিই। তবে কারা কী কারণে তাকে অপহরণ করেছে সেটা তদন্ত করে দেখছি।’

চান্দিনা থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘সোমবার রাতে দেবীদ্বার থানার পুলিশের দেওয়া সংবাদের ভিত্তিতে ইয়াছিনকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন জানিয়েছেন, ডিবি পরিচয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে গিয়েছিল। ছেড়ে দেওয়ার আগে সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর ও পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে।’

মুক্তি পাওয়ার পর ইয়াসিন জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে তিনি নিজ কার্যালয়ে বসে হকারদের কাছে সংবাদপত্র ভাগ করে দেন। এরপর সকাল ৭টার দিকে একটি সাদা মাইক্রোবাস থেকে তিন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পরিচয় দেয়। তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে ওই তিন ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর তার চোখ বেঁধে অজ্ঞাত একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়েছিল। সেখানে দু-তিন জন তাকে পাহারা দেয়। অপহরণকারীরা তার সঙ্গে খারাপ আচরণ করেনি। সময়মতো খাবারও দিয়েছে বলে জানান তিনি।

পরিবার ও থানায় জিডি সূত্রে জানা গেছে,  রবিবার সকালে নিজ অফিসে বসে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা হকারদের মধ্যে বণ্টন করছিলেন ইয়াছিন। আনুমানিক সকাল ৭টার দিকে একটি সাদা রঙের হাইস মাইক্রোবাস এসে তার অফিসের সামনে এসে দাঁড়ায়। ওই মাইক্রোবাস থেকে ডিবি লেখা জ্যাকেট পরা তিন ব্যক্তি তার অফিসে এসে নাম জিজ্ঞেস করে। নাম বলার পর তারা ডিবি পরিচয় দিয়ে ইয়াছিনের বিরুদ্ধে মামলা আছে বলে তুলে নিয়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
থামছে না অপহরণ, মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন আরও ১০ জন
গরু চরাতে গিয়ে অপহরণের শিকার আরও ৬ জন
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!