X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

২৪ লাখ টাকা রাজস্ব আত্মসাৎ, কাস্টমসের ২ কর্মকর্তা কারাগারে

চট্টগ্রাম সংবাদদাতা
২০ জানুয়ারি ২০২২, ২০:৩৪আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২০:৩৪

কায়িক পরীক্ষা না করেই রাজস্ব আত্মসাৎ করতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ছাড়ের ব্যবস্থা করে দিয়েছিলেন কাস্টম হাউসের দুই রাজস্ব কর্মকর্তা। বিনিময়ে ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ ওঠে। শুল্ক গোয়েন্দাদের কাছে বিষয়টি ধরা পড়ার পর অভিযোগ যায় দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এরপর দুদক দুই রাজস্ব কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। সেই মামলায় জামিন নিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে হাজির হয়েছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নাসিরউদ্দিন মাহমুদ ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম মোল্লা।

আদালত দুই জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে রবিউল ইসলাম মোল্লা বরখাস্ত অবস্থায় আছেন। অবসরে গেছেন নাসিরউদ্দিন মাহমুদ।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়ম অনুযায়ী আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে খালাস করার আগে কায়িক পরীক্ষা করতে হয়। ওই দুই কর্মকর্তা জাল নথিপত্র তৈরি করে কায়িক পরীক্ষা না করেই বন্দর থেকে আমদানি পণ্য ছাড়ের ব্যবস্থা করেন। বিষয়টি ওই সময় শুল্ক গোয়েন্দা অধিদফতর জানতে পেরেছিলেন। তবে তার আগেই বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়া হয়। দুদক বিষয়টি জেনে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করে। মামলার পর দুই আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বৃহস্পতিবার সেই নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘২০২১ সালের ২৪ নভেম্বর দুদকের উপ-পরিচালক আবু সাঈদ সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে চার জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় কারাগারে পাঠানো দুই জন ছাড়াও আরও দুই আসামি রয়েছেন। তারা হলেন- ঢাকার আমদানিকারক রয়্যাল ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষে পণ্য ছাড়ের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক মো. আবদুল মান্নান চৌধুরী। তারা দুই জনই পলাতক।’

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকার মেসার্স রয়্যাল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক নজরুল ইসলাম চীন থেকে বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী আমদানি করেন। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের লক্ষ্যে শুল্কায়ন প্রক্রিয়া শেষ করতে আমদানি সম্পর্কিত কাগজপত্র সিঅ্যান্ডএফ এজেন্ট নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদারের কাছে হস্তান্তর করেন। ওই বছরের ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এই আমদানি চালান নিয়ে জালিয়াতির ঘটনা ঘটে।

সিঅ্যান্ডএফ এজেন্ট ইকবাল হোসেন মজুমদার আমদানিকারক নজরুল ইসলামের সম্মতি ছাড়াই বনলতা শিপিং এজেন্সির কাছে আমদানির সব নথিপত্র হস্তান্তর করেন। অভিযুক্ত দুই রাজস্ব কর্মকর্তা কাগজপত্র যাচাই-বাছাই না করে এবং চালানগুলোর কায়িক পরীক্ষা না করে খালাসে সহযোগিতা করেন। পরে কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। কিন্তু জব্দের আগেই সেটি খালাস হয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’
কাস্টমস ও বন্দরের হয়রানির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কমেছে
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি