X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইতালি থেকে চট্টগ্রামের বাসিন্দার নামে এলো অবৈধ পিস্তল

চট্টগ্রাম সংবাদদাতা
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫

চট্টগ্রাম কাস্টমস হাউসে জব্দ করা একটি পণ্য চালান থেকে দুটি এইট এম এম পিস্তল ও ৬০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গৃহস্থালি পণ্যের আমদানি চালানটি এসেছিল বৈদেশিক ডাকের মাধ্যমে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে পণ্য চালানের কার্টন খুলে পিস্তল ও কার্তুজ জব্দ করেন কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ বিভাগের কর্মকর্তরা। ইতালি থেকে চট্টগ্রামের কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছে এ পণ্যের চালান পাঠানো এসেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাহ উদ্দিন রিজভী বলেন, ‘পিস্তল দুইটির কার্তুজও জব্দ করা হয়েছে। এসব কার্তুজ আসলে পিস্তলের গুলি বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। এখনও পণ্য চালানের ইনভেন্ট্রি (সরেজমিন তথ্যাদি সংগ্রহ) করছি। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি ঠিকানায় পণ্য চালানটি এলেও নিয়ম অনুযায়ী কাস্টমসে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় চালানটিতে অস্ত্র থাকার বিষয়টি সন্দেহ হলে খুলে দেখা হয়। কার্টন খুলে দেখা যায়, সেখানে দুটি পিস্তল এবং গুলি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও (সন্ধ্যা সোয়া ৬টায়) বন্দর থানায় হস্তান্তর করিনি। পুলিশের লোকজন আমার সামনেই বসা আছে। আরও তথ্য সংগ্রহের পর চালানের অস্ত্র, কার্তুজ বন্দর থানায় হস্তান্তর করা হবে। পণ্য আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ ফৌজদারি মামলা করবে। আমরা সন্দেহ করছি, চালানটিতে আরও অস্ত্র থাকতে পারে।’

কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখার সংশ্লিষ্টরা জানান, পণ্য চালানে অস্ত্র কিংবা অবৈধ কিছু থাকতে পারে এ ধরনের তথ্য ছিল কাস্টমসের কাছে। এরপর চালানের কার্টন খুলে অস্ত্র পাওয়া যায়। ইতালি থেকে রাজীব বড়ুয়া নামে একজন চালানটি পাঠিয়েছেন চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকার এফ সেভেন ঠিকানার কামরুল হাসানের নামে। আমদানিকারক প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে কোচ বানাতে যাচ্ছে ইতালি
ইতালির হয়ে বিদায়ী ম্যাচ জিতলেও ব্যর্থতা মেনে নিয়েছেন স্পালেত্তি
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি