X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাঝ সমুদ্রে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ফিরে আসছে চট্টগ্রামে 

চট্টগ্রাম সংবাদদাতা 
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিলাস বহুল ক্রুজশিপ বে ওয়ানের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)  রাত দেড়টার দিকে যান্ত্রিক ত্রুটি থেকে লাগা এ আগুনে ব্যাপক ধোঁয়ার উৎপত্তি হয়। ত্রুটির কারণে জাহাজটি আর সেন্টমার্টিন যায়নি। আগুন ও যান্ত্রিক ত্রুটিতে জাহাজটির একটি ইঞ্জিন নষ্ট হয়েছে। এ কারনে জাহাজটি চট্টগ্রামে ফিরিয়ে আনা হচ্ছে।
 
এতে সহযোগিতা করছে বন্দরের শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারি ১০’।  সকাল ১০টার দিকে চট্টগ্রামের দিকে আসা শুরু করে।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রশিদ বলেন, জাহাজের কয়েকটি তার লক হওয়ার কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। এটি জাহাজের টেকনিক্যাল ফল্ট। এ জাহাজে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। তবে সব যাত্রী নিরাপদে আছেন বলে দাবি করেন তিনি। ত্রুটি সারানোর পর চট্টগ্রাম থেকে পুনরায় জাহাজটি ছেড়ে যাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বে ওয়ান। জাহাজটি রাত দেড়টার দিকে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছাতেই ইঞ্জিন রুম থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক শুরু হয়। মাঝ সমুদ্রে ভয়ে কান্নাকাটি করতে থাকেন যাত্রীরা। কিছুক্ষণ ধরে ব্যাপক ধোঁয়া উঠার পর তা নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় সব যাত্রীকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। পরে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে রাখা হয়। 

বে ওয়ান জাহাজের রিজার্ভেশন শাখায় কর্মরত মাহমুদ হাসান বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর জাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সে কারণে জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে রাখা হয়। আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তে যাত্রীদের নিরাপদ স্থানে আনতে সেন্টমার্টিনের পরিবর্তে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।’

চট্টগ্রামের কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের পরিচালনায় গত বছরের ১৪ জানুয়ারি চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে পযর্টকদের জন্য এ জাহাজ উদ্বোধন করা হয়। প্রায় দুই হাজার যাত্রীর ধারণ ক্ষমতা আছে এ জাহাজটিতে।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়