X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
জাটকা রক্ষা

বাইরের জেলেরাও ২ মাস পদ্মা-মেঘনায় ঢুকতে পারবে না

চাঁদপুর প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৬:৪৬আপডেট : ০১ মার্চ ২০২২, ১৭:০০

আগামী মার্চ ও এপ্রিল মাস জাটকা সংরক্ষণে নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের মাছ শিকার থেকে বিরত রাখতে নদী পাহারা দেবে নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময়ে বাইরের জেলেরাও পদ্মা-মেঘনায় ঢুকতে পারবে না।

এই কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে নিষেধাজ্ঞার প্রথম দিন মঙ্গলবার (১ মার্চ) চাঁদপুর জেলা টাস্কফোর্সের আয়োজনে নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়।

জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল অভয়াশ্রমের দুই মাস চাঁদপুরের বাইরের জেলেরাও পদ্মা-মেঘনায় প্রবেশ করতে পারবে না। আমরা এই বিষয়ে ইতোমধ্যে মুন্সিগঞ্জ প্রশাসনের সাথে কথা বলেছি। তাদেরকে জাটকা না ধরার অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে আমাদের নৌ সীমানার ৭০ কিলোমিটার নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ নিয়মিত পাহারা দেবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আমাদের জাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞাকালীন কোনোভাবেই জাটকা ধরা যাবে না।

তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ ও সম্পদ। এটা রক্ষা করা সবার দায়িত্ব। জাটকাগুলো বড় ইলিশে রূপান্তর হবে। আগামী দুই মাস আমাদের প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে নিয়ে জাটকা রক্ষা করবো। যেসব জেলে জাটকা ধরা থেকে বিরত থাকবেন তাদেরকে চার মাস সরকারের পক্ষ থেকে ৪০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পৌঁছে দেওয়া হবে। আমরা চাই না জেলেরা কষ্টে থাকুক। 

এ সময় চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, মৎস্য ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দীন মিলন উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভা শেষে জেলেসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে জাটকা সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তরে নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলে রয়েছে। যাদেরকে অভয়াশ্রমের এই ২ মাসে জনপ্রতি ৪০ কেজি হারে মোট ৮০ কেজি চাল দেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পুকুরের পানিতে ধরা পড়লো ১০ কেজি ইলিশ
১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ
লেকে পাওয়া গেছে ৬০০ গ্রাম ওজনের ইলিশ
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়