X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গ্রেনেড উদ্ধারের মামলায় জেএমবি সদস্যের সাড়ে ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২২, ১৭:১৬আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৭:১৬

চট্টগ্রামে একটি বাড়ি থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে দুটি পৃথক ধারায় সাড়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরীর সদরঘাট থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যের নাম রকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন। তিনি কুমিল্লার বাঙ্গরাবাজার কোদালহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১ জানুয়ারি সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় বাসায় তল্লাশি করে ১০টি গ্রেনেড, দুটি সুইসাইডাল ভেস্ট, দুটি মোবাইল ফোন ও দুটি হাতে আঁকা মানচিত্র উদ্ধার করা হয়। সেই সঙ্গে রকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন ও আশরাফুল রহমান নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া বাদী হয়ে দুজনকে আসামি করে সদরঘাট থানায় সন্ত্রাসদমন আইনে মামলা করেন।

চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বলেন, ‘সদরঘাট থানায় দায়ের করা একটি মামলার রায়ে এক ব্যক্তিকে দুটি পৃথক ধারায় পাঁচ বছর ছয় মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সন্ত্রাস দমন আইনের ৬-এর ২ ধারায় ৫ বছর ও ৮ ধারায় ছয় মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।’

তিনি আরও বলেন, ‘মামলায় দুজন আসামি ছিলেন। তারা হলেন রকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন এবং আশরাফুল রহমান। এর মধ্যে আশরাফুল রহমানের বয়স কম হওয়ায় শিশু আদালতে বিচার চলছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
বিচারকের সঙ্গে খারাপ আচরণ: আপিলের শর্তে জামিন পেলেন আইনজীবী
হাতিরঝিলে শিশু ধর্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল