X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রেনেড উদ্ধারের মামলায় জেএমবি সদস্যের সাড়ে ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২২, ১৭:১৬আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৭:১৬

চট্টগ্রামে একটি বাড়ি থেকে ১০টি তাজা গ্রেনেড উদ্ধারের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে দুটি পৃথক ধারায় সাড়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নগরীর সদরঘাট থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যের নাম রকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন। তিনি কুমিল্লার বাঙ্গরাবাজার কোদালহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১ জানুয়ারি সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় বাসায় তল্লাশি করে ১০টি গ্রেনেড, দুটি সুইসাইডাল ভেস্ট, দুটি মোবাইল ফোন ও দুটি হাতে আঁকা মানচিত্র উদ্ধার করা হয়। সেই সঙ্গে রকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন ও আশরাফুল রহমান নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া বাদী হয়ে দুজনকে আসামি করে সদরঘাট থানায় সন্ত্রাসদমন আইনে মামলা করেন।

চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বলেন, ‘সদরঘাট থানায় দায়ের করা একটি মামলার রায়ে এক ব্যক্তিকে দুটি পৃথক ধারায় পাঁচ বছর ছয় মাস কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সন্ত্রাস দমন আইনের ৬-এর ২ ধারায় ৫ বছর ও ৮ ধারায় ছয় মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।’

তিনি আরও বলেন, ‘মামলায় দুজন আসামি ছিলেন। তারা হলেন রকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন এবং আশরাফুল রহমান। এর মধ্যে আশরাফুল রহমানের বয়স কম হওয়ায় শিশু আদালতে বিচার চলছে।’

/এএম/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ