X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে আসে বিদ্যুৎ বিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মে ২০২২, ২১:৫০আপডেট : ১৬ মে ২০২২, ২২:১২

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৈত্রিক ভিটা ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায়। দেশ ভাগের সময় মুখ্যমন্ত্রীর বাবা মাখন লাল সাহা ত্রিপুরার আগরতলার নূর মিয়া মালদারের সঙ্গে বাড়িটি বিনিময় করেন। এরপর থেকেই সেখানে নূর মিয়ার পরিবারের বসবাস। তবে এখনও মাখন লালের নামেই আসে বিদ্যুৎ বিল। সেই বিল এখন পরিশোধ করেন নূর মিয়ার ছেলে শরিফুল। 

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

শরিফুল বলেন, প্রতি মাসেই বিদ্যুৎ বিল আসে। তখন মাখন কাকাকে স্মরণ করি। একইসঙ্গে স্মরণ হয় বাবার কথা। বাবার কথায় বিদ্যুতের মিটারটি এখনও মাখন কাকার নামেই রয়েছে। এখন আমিও ছেলেদের বলেছি, যেন মিটার মালিকের নাম পরিবর্তন না হয়।  

এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার দায়িত্ব নিয়েছেন মানিক সাহা। এ ঘটনায় তার পৈতৃক ভিটা ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজী পাড়ার পুকুরপাড়ের বাসিন্দারা বেশ আনন্দিত। 

বাড়ির বর্তমান বাসিন্দা ব্যবসায়ী শরিফুল ইসলাম মালদার বলেন, আমার পৈতৃক ভিটা আগরতলা শহরের পুরনো জেলখানা এলাকায়। যেখানে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্ম। আর মানিক সাহার পৈতৃক ভিটা ব্রাহ্মণবাড়িয়ার কাজী পাড়ার বাড়িতে, যেখানে আমি জন্মেছি। এই দিক থেকে আমাদের সম্পর্ক আত্মার। এ কারণেই ভারত থেকে পাকিস্তান ও পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পর আজও আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আজ মানিক সাহার মুখ্যমন্ত্রী হওয়ার খবরে আমরা বেশ আনন্দিত।

স্মৃতিচারণ করতে গিয়ে শরিফুল বলেন, আমার বাবা নূর মিয়া মালদার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়তেন। থাকতেন কাজীপাড়া কিবরিয়া মহলে। তখন ব্রাহ্মণবাড়িয়াও ত্রিপুরার অংশ। কাজীপাড়ায় থাকাকালে মাখন লাল সাহার সঙ্গে বন্ধুত্ব হয়। দেশ ভাগের সময় পরিস্থিতি বদলে যায়। তখন দুই বন্ধু একে অপরের বাড়ি বিনিময়ের প্রস্তাব করেন। কম সময়ের মধ্যেই তা কার্যকর হয়। সেই থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার বাসিন্দা। আর আমাদের আগরতলার বাড়ির বাসিন্দা হন মামিক সাহার পরিবার।

শরিফুল আরও বলেন, ‘আমার ভাই, আমাদের প্রিয় কাকা মাখন লাল সাহার ছেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ায় আমরা বেশ খুশি। কয়েক মাস আগেও মাখন কাকার ছেলেরা আমাদের বাড়ি এসেছিলেন। আমাদের খোঁজ নিয়েছেন। বাবার সময় থেকেই আমাদের মধ্যে আত্মীয়ের সম্পর্ক। যা এখনও টিকে আছে।’

সরেজমিন ঘুরে দেখা যায়, বাড়িটির পুরনো ঘর এখনও রয়ে গেছে। তবে এসব ঘর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যভহার হয়। বাড়ির উঠোন ও বাগান সবখানেই এখন বসত ঘর। সম্মুখভাগে দোকান। উপর থেকে বাড়ির পুরনো ঘর দেখিয়ে দেন কাজীপাড়া পুকুর পাড়ের বাসিন্দা রাজিব সাহা টিংকু ।

পাড়ার প্রবীণ ব্যক্তি মুদিমালের ব্যবসায়ী রমন সাহা বলেন, মাখন লাল সাহার বাড়িতে দুর্গা পূজা হতো। তিনি কাজীপাড়ার বাড়ি ছেড়ে আগরতলায় যাওয়ার পরও পূজার সময় তিনি আসতেন। পরবর্তীতে তার ছেলেরাও আসতেন। এই বাড়িতে তাদের কেউ না থাকলেও মাঝে মধ্যে নিকট স্বজনেরা বাড়িটি দেখতে আসেন।

প্রসঙ্গত, শনিবার (১৪ মে) আকস্মিক পদত্যাগ করেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মেয়াদপূর্তির আগেই রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগপত্র জমা দেন তিনি।পরে কয়েক ঘণ্টার ব্যবধানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান ডা. মানিক সাহা। ৬৯ বছর বছর বয়সী মানিক সাহা ডেন্টাল সার্জারি অধ্যাপক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হলো কলকাতায়
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট