X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এবার ১৩টি পশুর হাট বসাতে চায় চসিক

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৮ মে ২০২২, ১১:০১আপডেট : ২৮ মে ২০২২, ১১:১০

ঈদুল আজহা উপলক্ষে এবার ১৩টি পশুর হাট বসাতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে তিনটি স্থায়ী এবং ১০টি অস্থায়ী হাট। ইতোমধ্যে ১০টি অস্থায়ী হাটের অনুমতি চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে চসিক। অনুমতি পাওয়ার পর দশ দিনের জন্য এসব পশুরহাট ইজারা দেওয়া হবে।

চসিকের তিনটি স্থায়ী পশুর হাটের মধ্যে রয়েছে সাগরিকা গরুর বাজার, বিবিরহাট গরুর বাজার ও পোস্তারপাড় ছাগলের বাজার। এগুলো ছাড়াও দশটি অস্থায়ী পশুর হাট বসাতে চায় চসিক। এর মধ্যে কর্ণফুলী গরুর হাট (নুর নগর হাউজিং এস্টেট), সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন হাট, স্টিলমিল হাট, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের বাটারফ্লাই পার্কের দক্ষিণে টি কে গ্রুপের খালি মাঠ, ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া রিং রোডের পূর্ব পাশের খালি জায়গার মাঠ, চৌধুরীহাট রেলস্টেশন বাজার, আমান বাজার ওয়াসা মাঠ, মাদারবাড়ি রেলক্রসিং সংলগ্ন বালুর মাঠ ও কালুরঘাট ব্রিজের উত্তর পাশে অস্থায়ী পশুর হাট।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনটি স্থায়ী ছাড়াও ১০টি অস্থায়ী হাটের তালিকা তৈরি করা হয়েছে। ১ জুলাই ১০ জুলাই পর্যন্ত ১০ দিনের জন্য ক্রেতাদের কেনা-কাটায় সুবিধার্থে এসব অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অস্থায়ী পশুর হাটের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। অনুমতি পাওয়ার পর ইজারা দেওয়ার কার্যক্রম শুরু হবে।’

তিনি জানান, সাগরিকা গরুর হাট ইজারার চুক্তি ইতোমধ্যে শেষ হয়েছে। এ কারণে ইজারাদারের কাছ থেকে হাট বুঝিয়ে নেওয়া হয়েছে। চসিকের কর্মচারীরা হাট থেকে টোল আদায় করছেন। ইজারা দেওয়ার জন্য ইতোমধ্যে চারবার দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু কোনও সাড়া মেলেনি। গত বছরের চেয়ে ৬ শতাংশ বাড়িয়ে আট কোটি ৭ লাখ ২০ হাজার ৯৬৩ টাকা সাগরিকা হাটের দর নির্ধারণ করা হয়েছে। গত ২৫ মে দরপত্র খোলার শেষ দিনে কেউ এত টাকায় দরপত্রে অংশ নেয়নি। ছয়বার পর্যন্ত দরপত্র আহ্বান করা হবে। এরপর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে তখন সে মোতাবেক করা হবে।

চসিক সূত্রে জানা গেছে, ২০২১ সালে সাতটি অস্থায়ী বাজারের জন্য অনুমতি চেয়ে ১৭টি শর্তে তিনটি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি পেয়েছিল চসিক। এর মধ্যে ছিল কর্ণফুলী পশুর হাট (নূর নগর হাউজিং), সল্টগোলা ক্রসিং পশুর হাট এবং ৪১ নম্বর ওয়ার্ডের বাটারফ্লাই পার্কের দক্ষিণে টি কে গ্রুপের খালি মাঠ। এর আগের ২০২০ সালে চারটি অস্থায়ী হাটের অনুমতি পেয়েছিল চসিক। এর মধ্যে ছিল র্কণফুলী পশুর হাট, কমল মহাজন হাট, সল্টগোলা গরুর হাট ও টি কে গ্রুপের খালি মাঠ।

/এসএইচ/
সম্পর্কিত
মশা নিয়ে গবেষণা করতে চালু হচ্ছে ল্যাব
মাটির নিচ দিয়ে যাবে ঝুলন্ত তার, চুক্তি স্বাক্ষর
চট্টগ্রাম নগরীর ৬৬ কিমি সড়কে এলইডি বাতি স্থাপন শুরু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা