X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আমার সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২২, ০৯:১৩আপডেট : ০১ জুন ২০২২, ০৯:১৩

‘স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, এখানে এক বিন্দুমাত্র বিশৃঙ্খলা করতে পারবে না। আমি সরকারি দলের লোক। আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না? লাইসেন্সধারী! তারা কি ওদের কাজ করবে? আমিই নির্ধারিত। আমার কাজ করবে। হুমকি-ধমকিতে আপনারা ভয় করবেন না।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর বিরুদ্ধে।

সোমবার বিকালে পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে নির্বাচনি পথসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে, চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্যের কারণে মঙ্গলবার তাকে শোকজ করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলেছেন নির্বাচন কর্মকর্তা। 

ওই ভিডিও ফুটেজে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুকে বলতে শোনা যায়, ‘আপনারা ভালোভাবে জানেন, এই এলাকায়, এই প্রেমবাজারে এক সময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতরা রাতে ডাকাতি করতো, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিতো। তারা আওয়ামী লীগের নামধারী ছিল।’

এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী বাচ্চু বলেন, ‘বক্তব্যে আমি এ ধরনের কথা বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।’

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর ভিডিও বক্তব্য আমরা হাতে পেয়েছি। তার বক্তব্য আপত্তিকর ও আচরণবিধির লঙ্ঘন। এ বক্তব্যের জন্য তাকে মঙ্গলবার শোকজ করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে। তিনি যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!