X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘আমার সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০২২, ০৯:১৩আপডেট : ০১ জুন ২০২২, ০৯:১৩

‘স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, এখানে এক বিন্দুমাত্র বিশৃঙ্খলা করতে পারবে না। আমি সরকারি দলের লোক। আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না? লাইসেন্সধারী! তারা কি ওদের কাজ করবে? আমিই নির্ধারিত। আমার কাজ করবে। হুমকি-ধমকিতে আপনারা ভয় করবেন না।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর বিরুদ্ধে।

সোমবার বিকালে পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে নির্বাচনি পথসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে, চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্যের কারণে মঙ্গলবার তাকে শোকজ করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলেছেন নির্বাচন কর্মকর্তা। 

ওই ভিডিও ফুটেজে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুকে বলতে শোনা যায়, ‘আপনারা ভালোভাবে জানেন, এই এলাকায়, এই প্রেমবাজারে এক সময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতরা রাতে ডাকাতি করতো, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিতো। তারা আওয়ামী লীগের নামধারী ছিল।’

এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী বাচ্চু বলেন, ‘বক্তব্যে আমি এ ধরনের কথা বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।’

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর ভিডিও বক্তব্য আমরা হাতে পেয়েছি। তার বক্তব্য আপত্তিকর ও আচরণবিধির লঙ্ঘন। এ বক্তব্যের জন্য তাকে মঙ্গলবার শোকজ করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে। তিনি যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
নির্বাচনের তিন বছর পর কেন্দ্রের পেছনে পাওয়া গেলো নৌকায় সিল মারা ২০০ ব্যালট
সর্বশেষ খবর
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই
দাবা খেলা নিষিদ্ধ করলো তালেবান
দাবা খেলা নিষিদ্ধ করলো তালেবান
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র