X
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
২০ অগ্রহায়ণ ১৪৩০

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আছে ১৯ লাশ, নমুনা দিলেন ৪২ স্বজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০২২, ২২:১৪আপডেট : ০৯ জুন ২০২২, ২২:২৯

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে মারা যাওয়া ১৯ লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এদিকে লাশ শনাক্তে নিখোঁজদের ৪২ জন স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন। এসব স্বজন ২৩ জনের পরিচয় শনাক্তের জন্য নমুনা দিয়েছেন বলে জানিয়েছেন নমুনা সংগ্রহকারী সিআইডির ফরেনসিক ল্যাবের কর্মকর্তারা। 

নমুনা সংগ্রহে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিআইডির এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ দাবি করা স্বজনদের সোমবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত ডিএনএ সংগ্রহ করা হয়। এরমধ্যে ৪২ স্বজন ২৩ জনকে নিখোঁজ দাবি করে নমুনা দিয়েছেন। ডিএনএ রিপোর্ট পাওয়ার পর প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যাবে। ডিএনএ রিপোর্ট পেতে স্বজনদের এক মাস অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, কোনও স্বজন ডিএনএ নমুনা দেওয়া থেকে বাদ পড়লে তারা সরাসরি চট্টগ্রাম অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। অথবা ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে গিয়েও নমুনা দেওয়া যাবে বলে জানান তিনি। 

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশে পরিদর্শক কেশব কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের কত জন নিখোঁজ আছেন, এর কোনও তালিকা হয়নি। তবে ৪৬টি মৃতদেহ ছিল। এরমধ্যে ২৭টির পরিচয় শনাক্ত হওয়ায় সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এখনও ১৯টি লাশ শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, ২৩ জন নিখোঁজ আছে দাবি করে ৪২ জন স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন। এরমধ্যে দু’জনের লাশ নিয়ে গিয়েছেন। তাদের স্বজনরাও ডিএনএ দিয়েছেন। ডিএনএ রিপোর্ট পাওয়ার পর নিখোঁজদের পরিচয় শনাক্ত হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, যে ১৯টি লাশের পরিচয় শনাক্ত হয়নি সেগুলো ফ্রিজে রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল এবং সিএমএইচ হাসপাতালের ফ্রিজে এসব লাশ রাখা হয়েছে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণমালিকপক্ষের অবহেলা পেয়েছে ৬ সংস্থা, কিছুই পায়নি ডিবি
সর্বশেষ খবর
ঢাকার ১৭ আসনের প্রার্থীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার ১৭ আসনের প্রার্থীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
গাজায় অপর্যাপ্ত ত্রাণ পাঠানো মৃত্যুদণ্ডের শামিল!
গাজায় অপর্যাপ্ত ত্রাণ পাঠানো মৃত্যুদণ্ডের শামিল!
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
টাইম ম্যাগাজিনের চোখে বর্ষসেরা অ্যাথলেট মেসি
সর্বাধিক পঠিত
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
ইসিতে শাহজাহান ওমর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
একটি নম্বরে থাকবে রোগীর সব তথ্য
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা ৩২ বছর
যুক্তরাজ্যে কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট বন্ধ, ওয়ার্ক পারমিটের আয়সীমা নির্ধারণ
যুক্তরাজ্যে কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট বন্ধ, ওয়ার্ক পারমিটের আয়সীমা নির্ধারণ
আজকের আবহাওয়া: দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস