X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

উপজেলা চেয়ারম্যানের ভিডিও ভাইরাল, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জুন ২০২২, ১৯:৩৯আপডেট : ২৩ জুন ২০২২, ১৯:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ঠাকুরের স্ত্রীর সঙ্গে একটি ভিডিও অনলাইনে ভাইরালের পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই মামলায় বুধবার (২২ জুন) রাতে উপজেলার কুট্টাপাড়া গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন- উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ আবুল কালামের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ আরফান আহমেদ আরিফ (১৯) ও কুট্টাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তরিকুল ইসলাম আপেল (২৯)। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে পাঠানো হয়।

বুধবার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের ছেলে (প্রথম স্ত্রীর ঘরে) সাইফুর ইসলাম রাব্বি দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সরাইল থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। একই রাতে এজহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

বাদী সাইফুল ইসলাম রাব্বি দাবি করেন, তার বাবা রফিক উদ্দিন ঠাকুর পরিবারের সম্মতি নিয়ে ২০১৭ সালে দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি তার বাবার সঙ্গে সৎ মায়ের একান্ত ব্যক্তিগত অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আসামিরা গোপনে এই ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ওসি আসলাম হোসাইন বলেন, ‘রফিক উদ্দিন ঠাকুরের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে তার ছেলে সাইফুল ইসলাম রাব্বি বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। বুধবার রাতে এজাহারনামীয় দুই আসামিকেই গ্রেফতার করেছি। তাদের মোবাইল ফোনে ওই ভিডিওটি পাওয়া গেছে। উপজেলা চেয়ারম্যানের দ্বিতীয় বিয়ের কাবিন আমাদেরকে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া গ্রেফতার আসামিরা মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে সংরক্ষণ, প্রচার ও সরবরাহ করায় পর্নোগ্রাফি আইনের ৮ ধারায় অপরাধ করেছেন। তাদের মোবাইল ফোনে এসব আলামত থাকায় তা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী গ্রেফতার 
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দেওয়ার সময় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক