X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিএম কনটেইনার ডিপোতে আটকে পড়া পণ্যের কী হবে?

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৭ জুন ২০২২, ২০:৪২আপডেট : ২৭ জুন ২০২২, ২০:৫৪

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের ভাগ্য নির্ধারণ হয়নি। ডিপোতে কী পরিমাণ পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কত কনটেইনার পণ্য এখনও অক্ষত আছে তাও নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে ডিপোতে থাকা পণ্যের ক্ষতিপূরণ চেয়ে সীতাকুণ্ড থানায় ১৮ জন ব্যবসায়ী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অন্যদিকে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর তদন্ত হচ্ছে। কাস্টমস এবং এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থার অনুমতি ছাড়া এখান থেকে কোনও পণ্য প্রবেশ কিংবা বের করার এখতিয়ার নেই। বিষয়টির সুরাহা চেয়ে সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ডিপো কর্তৃপক্ষ। 

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে ৭০০টি রফতানি এবং ৫০০টি আমদানি পণ্যের কনটেইনার ছিল। পাশাপাশি তিন হাজার খালি কনটেইনার ছিল। রফতানি পণ্যের মধ্যে ৮৫ শতাংশই ছিল গার্মেন্ট পণ্য। বাকিগুলো খাদ্য ও পাটজাত পণ্যসহ অন্যান্য পণ্য ছিল। আমদানির  মধ্যে বেশিরভাগই ছিল খাদ্যপণ্য।’

তিনি বলেন, কী পরিমাণ কনটেইনারের ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবে যেসব কনটেইনার জ্বলে গেছে বা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বাইরেও বিভিন্ন কনটেইনারের পণ্যের গুণগত মান নষ্ট হয়েছে। এর বাইরে যেগুলো আছে সেগুলো কতটুকু ভালো আছে, এসব কনটেইনারে থাকা পণ্য শিপমেন্টের অবস্থা আছে কিনা, প্যাকেজিং ঠিকমতো আছে কিনা, নাকি নতুন করে প্যাকেজিং করতে হবে, রফতানির সময় আছে কিনা, আমদানিকারকরা এসব পণ্য গ্রহণ করবে কিনা, সেসব বিষয়ে এখনও জানা যায়নি। এ কারণে এসব কনটেইনারে থাকা পণ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয় আছে।

তিনি আরও জানান, যা করা হোক, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিকডা’র পক্ষ থেকেও কাস্টম হাউজ, এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো কোনও অনুমতি দেয়নি। অক্ষত পণ্যগুলো সঠিক সময়ে শিপমেন্ট করা না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠনের নেতা সৈয়দ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্মার্ট গ্রুপের মালিকানাধীন বিএম কনটেইনার ডিপোতে কি পরিমাণ কনটেইনার ভর্তি পণ্য অক্ষত আছে এবং কতটি কনটেইনার নষ্ট হয়েছে তার হিসাব আমরা এখনও পাইনি। তবে ডিপো কর্তৃপক্ষ বলেছে, এখানে থাকা রফতানি পণ্যের মধ্যে ৮৫ শতাংশই গার্মেন্ট সামগ্রী। যেসব পণ্য অক্ষত আছে সেগুলো দ্রুত শিপমেন্টের ব্যবস্থা করতে হবে। এ জন্য কাস্টম কর্তৃপক্ষ ও এনবিআরকে এগিয়ে আসতে হবে। তা না হলে দেশের গার্মেন্ট শিল্পের অনেক বড় ক্ষতি হবে।’

স্মার্ট গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনার পরেও বিএম কনটেইনার ডিপোতে অনেক কনটেইনার ভর্তি পণ্য অক্ষত আছে। আমদানি পণ্যের মধ্যে বেশিরভাগই খাদ্যপণ্য। বেশি দিন থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর রফতানি পণ্যের মধ্যে ৮৫ শতাংশই গার্মেন্ট পণ্য। বাকিগুলো জুটসহ অন্যান্য পণ্য। এ বিষয়ে আমরা সুরাহা চেয়ে কাস্টম, এনবিআরসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছি। তবে আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি। আমদানিকারক ও রফতানিকারকরা বারবার তাগাদা দিচ্ছেন। আমরাও তাদের বলেছি তারা যেন তাদের মতো করে এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’

তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি চট্টগ্রাম কাস্টম কর্মকর্তারা।

এদিকে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে বিএম কনটেইনার ডিপোর ৮ কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিএম কনটেইনার ডিপোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে যাদের মালামাল ছিল এ রকম ১৭ থেকে ১৮ জন ব্যবসায়ী সীতাকুণ্ড থানায় জিডি করেছেন। জিডিগুলো মামলার সঙ্গে তদন্ত হচ্ছে।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সময় বিস্ফোরণে মারা যায় ৪৯ জন। আহত হয় অনেক।

/টিটি/এমওএফ/ 
সম্পর্কিত
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণমালিকপক্ষের অবহেলা পেয়েছে ৬ সংস্থা, কিছুই পায়নি ডিবি
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া