X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাসা থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুন ২০২২, ১৯:১৬আপডেট : ২৯ জুন ২০২২, ১৯:১৬

চট্টগ্রামে ভাড়া বাসা থেকে জয় চ্যাটার্জি (৫০) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) দুপুর ২টায় কর্ণফুলী থানার ফয়েজনগর এলাকার নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা তার লাশ উদ্ধার হয়। নিহত জয় চ্যাটার্জি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি পটিয়া উপজেলার গুয়াতলী এলাকার শান্তিপ্রিয় চ্যাটার্জির ছেলে।  

পাাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, নিজ বাসা থেকে শিক্ষক জয় চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জয় চ্যাটার্জিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান অরুন চক্রবর্তী নামে এক আত্মীয়। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জয় চ্যাটার্জি কর্ণফুলী ফয়েজনগর এলাকায় একটি ভাড়া বাসায় একা থাকতেন। তিনি আত্মহত্যা করেছেন কিনা তা বুঝতে পারছি না।’

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে আমরা তিনতলা ভবনের একটি কক্ষ থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করি।  

ওসি আরও জানান, নিহত প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি একাই ওই বাসায় থাকতেন। তিনি ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত বলে জানিয়েছেন স্বজনরা। তার স্ত্রী-সন্তান কেউ নেই। ২০১৫ সালে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এছাড়া তার কক্ষ থেকে পাওয়া একটি খাতায় দেখা গেছে বিভিন্ন লোকজন তার কাছে অন্তত ১৫ লাখ টাকা পাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা