X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গোমতীর পানি কমে বেরিয়ে আসছে ক্ষত

কুমিল্লা প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ০৯:৩৩আপডেট : ০১ জুলাই ২০২২, ০৯:৩৩

কুমিল্লার গোমতী নদীর পানি কয়েকদিন আগে হঠাৎ বেড়ে যায়। এতে নদী তীরবর্তী অঞ্চলের ফসলি জমে ডুবে গেছে। পানি কমার পর দেখা দিয়েছে ক্ষত। নষ্ট হয়েছে এক হাজার হেক্টর জমির ফসল। মাঠভর্তি ফসলের ক্ষতবিক্ষত অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। 

জানা গেছে, ভারতীয় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে তলিয়ে যায় গোমতীর চর, বসতবাড়ি ও কৃষিজমি। এতে কুমিল্লা অংশের আদর্শ সদর, বুড়িচং ও দেবিদ্বার উপজেলার চরগুলোতে চাষ করা সবজির ব্যাপক ক্ষতি হয়। গোমতীর চরগুলোর প্রায় এক হাজার হেক্টর জমির মুলা, ঝিঙে, ঢেঁড়স, বেগুন ও লাউসহ নানা রকম সবজি নষ্ট হয়।

কৃষকদের পাশাপাশি ক্ষতি সম্মুখিন হয়েছেন অনেক পাইকার ব্যবসায়ীও। অনেকে কৃষকদের কাছ থেকে ঢলের আগেই নগদ টাকায় জমির সবজি কিনে রেখে ছিলেন। তাদের একজন আলম মিয়া। তিনি জানান, কৃষককে অগ্রিম টাকা দিয়ে ৪০ শতাংশ জমির মুলা কিনেছিলেন। এখন জমি ডুবে গেছে। তার সবকিছুই শেষ। 

নদী তীরবর্তী অঞ্চলের জমে ডুবে নষ্ট হয়েছে ফসল

আদর্শ সদর উপজেলার পাঁচথুবী এলাকায় কৃষক মতিন মিয়া বলেন, ‘পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে আমার জমির ঢেঁড়স ও মুলাগুলো। এগুলো গিয়ে হাতে ধরে দেখে এসেছি। খুব মায়া লাগছে। সব নষ্ট হয়ে গেছে। আমার বিশ্বাস হয় না আমার আর কিছু নাই। সামনে দেনা করা ছাড়া আর উপায় নেই।’

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি সরকার থেকে কৃষি প্রণোদনা পাবো। গোমতীর ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা দেবো। তাদের বিষয়টি আমাদের মাথায় আছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানতীব্র গরমে ঝরছে আমের গুটি, উৎপাদন নিয়ে চাষিদের শঙ্কা
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না