X
রবিবার, ২৬ মার্চ ২০২৩
১২ চৈত্র ১৪২৯

হাসপাতালের লিফটে ওঠা নিয়ে মারধর, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০২২, ১০:৫১আপডেট : ০৬ জুলাই ২০২২, ১০:৫১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) লিফটে ওঠা নিয়ে মারধরের অভিযোগে এবার এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে রোগীর স্বজন। মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে মামলাটি করেন বিবি আয়েশা নামে এক নারী। মামলায় হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মিজানুর রহমান, লিফট অপারেটর মো. রাজুসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছেন। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অজ্ঞাত আসামিদের শনাক্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৩ জুলাই (রবিবার) বেলা ১১টায় স্বামী-সন্তান ও স্বজনদের নিয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ননদকে দেখতে যান বিবি আয়েশা। প্রথম তলা থেকে হেঁটে উঠলেও হাসপাতালের দ্বিতীয় তলায় লিফটে ওঠার জন্য সুইস চাপেন। তখন লিফট অপারেটর দরজা খুলে বলেন, লিফট শুধু চিকিৎসকদের জন্য। অথচ এ সময় লিফটে রোগীর স্বজনরাই ছিলেন। বিষয়টি অপারেটরকে জানালে বাদীর স্বামী রিয়াজুল ইসলামকে গালাগালি শুরু করেন। এর প্রতিবাদ করলে কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসক মিজানুর রহমানসহ অপর এক অজ্ঞাত ব্যক্তি রিয়াজুলকে টেনে-হিঁচড়ে লিফটের ভেতরে নিয়ে যান।

এ সময় লিফট অপারেটর রাজু ও চিকিৎসক মিজানুর রহমান মিলে তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে ভুক্তভোগী প্রতিবাদ করলে চিকিৎসকের নির্দেশে লিফট অপারেটর ও অজ্ঞাত ১০/১২ জন মিলে জোরপূর্বক বাদীসহ ভুক্তভোগী ও তার স্বজনদের টেনে-হিঁচড়ে চমেক হাসপাতালের ৫ম তলায় ৩২ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে ভুক্তভোগী, বাদীসহ তাদের স্বজনদের নির্যাতন করেন।

রোগীর স্বজনকে পিঠিয়ে উল্টো থানা পুলিশের কাছে সোপর্দ করেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। এ ঘটনায় ৩ জুলাই হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজিব পালিত বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় রোগীর স্বজন রিয়াজুলকে গ্রেফতার দেখানো হয়।  

মামলাটি তদন্ত করছেন পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম আশেক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি কর্মচারীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে মামলাটি করা হয়। মামলায় আটক রিয়াজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলছে।’

/এফআর/
চুরি হওয়া অন্তঃসত্ত্বা ছাগল জবাই করে মাংস বিক্রি, কারাগারে কসাই
চাহিদা বাড়লে এসএমএস করে মুরগির দাম বাড়ায় তারা
ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নারী বললেন, ‘আমি তাকে বিয়ে করতে চাই’
সর্বশেষ খবর
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশকে দূষণমুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশকে দূষণমুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
উৎসবকেন্দ্রিক নিরাপত্তা জোরদারজঙ্গিবাদ নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের অনেক অঞ্চলে বৃষ্টি হতে পারে
রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের অনেক অঞ্চলে বৃষ্টি হতে পারে
ইসরায়েলজুড়ে  সরকারবিরোধী ব্যাপক  বিক্ষোভ, আটক অন্তত ২৮
ইসরায়েলজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ, আটক অন্তত ২৮
সর্বাধিক পঠিত
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস