X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাটিরাঙ্গার ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১৭:৩৬আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:৩৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ঘুষ, টিআর, কাবিখা/কাবিটা প্রকল্প থেকে ১৫ শতাংশ হারে কমিশন, গুচ্ছগ্রামে কার্ডপ্রতি কমিশন ও কার্ডের নাম পরিবর্তনের জন্য ১২-১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ করেছেন তারা।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মাটিরাঙার তবলছড়ি ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন চেয়ারম্যান ও মেম্বাররা।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, ‘ইউএনও তৃলা দেব মনোনীত ঠিকাদার দিয়ে তবলছড়ি ইউনিয়নে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করছেন। প্রতিটি ঘর নির্মাণ বাবদ ঠিকাদারকে দিয়ে ২০ হাজার টাকা করে ঘুষ আদায় করেছেন ইউএনও। এছাড়া এসব ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যারা ঘর বরাদ্দ পেয়েছেন তাদের নির্মাণসামগ্রীর ব্যয় বহন করতে বাধ্য করা হয়েছে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘গ্রামীণ জনপদের উন্নয়নের জন্য সরকারের টিআর, কাবিখা/কাবিটা প্রকল্প থেকে ১৫ শতাংশ হারে কমিশন আদায় করা হচ্ছে। ওসব টাকা যায় ইউএনওর পকেটে। তবলছড়ি ইউনিয়নের চারটি গুচ্ছগ্রামে এক হাজার ৩৫২টি কার্ড দিয়ে ৩৮ টাকা করে ৫১ হাজার ৩৭৬ টাকা উৎকোচ নিয়েছেন ইউএনও। টাকা ছাড়া তিনি রেশন ছাড় দিতে অপারগতা প্রকাশ করায় আমি দিতে বাধ্য হয়েছি। সরকারি নির্দেশনা ছাড়া ১৪ কার্ডধারীর ছয় মাসের রেশন বিতরণ না করে এক লাখ ৪৭ হাজার টাকা নিয়ে গেছেন তিনি।’ 

ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন

চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, ‘ইউএনও তার সিএ মুকুল কান্তি চাকমা, পিয়ন জাহেরুল ইসলামের মাধ্যমে গুচ্ছগ্রামের অর্থ সংগ্রহ করেন। এছাড়া ইউএনও তার স্বজন দিলীপ কুমার সাহা ও সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান খান বকুলের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ বাবদ অর্থ সংগ্রহ করেন। এসব কারণে ইউএনওর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছি আমরা।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্যরা ইউএনওর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন। তবলছড়ি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন বলেন, ‘আমি টিআর প্রকল্পের আওতায় একটি প্রকল্প বাস্তবায়ন করেছি। আমার কাছ থেকে ১৫ শতাংশ কমিশন নিয়েছেন ইউএনও। এছাড়া আমার ওয়ার্ডে সরকারি ঘর দেওয়া বাবদ ইউএনও মনোনীত প্রতিনিধি আসাদুজ্জামান খান বকুল উপকারভোগীদের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন। আরও পাঁচ হাজার টাকা করে দাবি করেছেন।’ 

তবলছড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শরিফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আহম্মেদ উল্ল্যাহ কামাল জানান, টিআরের প্রতিটি প্রকল্প থেকে ইউএনওর প্রতিনিধি রুহুল আমিন তাদের কাছ থেকে ঘুষ আদায় করেছেন।

সরকারি ঘরের জন্য টাকা দেওয়া ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা গরিব মানুষ। ঘর করার অর্থ নেই। একটা ঘরের জন্য আবেদন করেছিলাম। বকুল মেম্বার বলেছেন ঘর পাওয়ার ব্যবস্থা করে দেবেন। কিছুদিন পর বলেন, টাকা দিতে হবে। কিন্তুু টাকা দেওয়ার মতো অবস্থা আমাদের ছিল না। এরপর অনেক কষ্টে এক প্রতিবেশীর কাছ থেকে ২০ হাজার টাকা সুদের ওপর নিয়ে বকুল মেম্বারকে দিয়েছি। পরে আরও ১০ হাজার টাকা দাবি করেন। তাও সুদের ওপর নিয়ে দিয়েছি। অথচ এখনও ঘর পাইনি।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান খান বকুল।

ইউএনও তৃলা দেবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয়দের মানববন্ধন

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব বলেন, ‌‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। গুচ্ছগ্রাম, টিআর কাবিখা/কাবিটা ও আশ্রয়ণ প্রকল্প সবগুলোই সরকারি কাজ। সরকারি বিধি অনুযায়ী কাজ চলছে। এসব বিষয়ে যারা অভিযোগ করেছেন তারা ভালো বলতে পারবেন, কোথায় অনিয়ম-দুর্নীতি হয়েছে। আমাদের কাছে কাজের সব তথ্য-প্রমাণ আছে। কোনও অনিয়ম-দুর্নীতি হয়নি।’

অফিস স্টাফ ও নিকট আত্মীয়দের দিয়ে উৎকোচ আদায়ের অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, ‘আত্মীয়-স্বজনদের নিজ জেলায় পোস্টিং হয় না। এখানে আমার সহকর্মীরা আছেন, আত্মীয়-স্বজন কেউ নেই। এসব অভিযোগের ভিত্তি নেই।’

/এএম/
সম্পর্কিত
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
‘দুর্নীতিবাজ’ সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা