ফেনীর দাগনভূঞা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে জহির উদ্দিন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর মেস্তরি বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জহির উদ্দিন দাগনভূঞা পৌরসভার বেতুয়া গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ আগস্ট) বিকালে শ্বশুরবাড়িতে আসেন জহির। সকালে ঘরের দরজা বন্ধ ছিল। অনেকক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। পরে তারা পুলিশে খবর দেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।