X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘ওসির তল্লাশির পর’ কারাগারে নিরাপত্তা চান বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২২

কারাগারে নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছেন স্ত্রী হত্যায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। কারাগারে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে সোমবার (১২ সেপ্টেম্বর) আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে এই আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করলেও কোনও আদেশ দেননি। এতেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারকে বিবাদী করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত বাবুল আক্তারের আবেদন গ্রহণ করেছেন। আবেদনটি পরে ধার্য তারিখে শুনানির জন্য রেখেছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫(২) ধারায় পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করার পর থেকে অভিযুক্তরা মারমুখী হয়ে উঠেছেন। তাদের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জেল কোডের কোনও আইন না মেনে ফেনী কারাগারে প্রবেশ করেন। বাবুল আক্তারের কক্ষে দীর্ঘ সময় ধরে তল্লাশির নামে তার ক্ষতি সাধনের চেষ্টা চালান। কারাগারে ওসির প্রবেশের চিত্র সিসিটিভির ক্যামেরায় পাওয়া যাবে। জেল কোড অনুসরণ না করেই বন্দির কক্ষ তল্লাশির নামে জীবনের ক্ষতি সাধনের চেষ্টা এ যাত্রায় সফল না হলেও অভিযুক্তরা যেকোনও সময় অভিযোগকারী ও তার পরিবারের ক্ষতি করতে পারেন।

এতে আরও বলা হয়, জেল কোড অনুসারে থানায় কর্মরত একজন পুলিশ কর্মকর্তা কোনোভাবেই জেলা ম্যাজিস্ট্রেট এবং আদালতের লিখিত অনুমতি ছাড়া জেলখানায় প্রবেশ করতে পারেন না। অথচ আইন-আদালত ও প্রচলিত নিয়মকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে ফেনী মডেল থানার ওসি। ঘটনার তদন্ত পূর্বক বাবুল আক্তারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেনী কারাগারের সুপারকে নির্দেশ প্রদান করা দরকার। অন্যথায় বাদী ও তার পরিবারের অপূরণীয় ক্ষতি হতে পারে।

বাবুল আক্তারের আইনজীবী জানান, বাবুল আক্তারের ফেনী জেলা কারাগারে আছেন। তিনি যে রুমে আছেন গত শনিবার সেখানে তল্লাশি চালিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন। তবে তার কক্ষে কিছুই পাওয়া যায়নি। তাকে মানসিক চাপে রাখতেই এ ধরনের কাজ করা হচ্ছে। ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি।

তিনি বলেন, কারাগারের অভ্যন্তরে একজন পুলিশ কর্মকর্তা প্রবেশ করে কীভাবে হাজতির কক্ষে তল্লাশি চালান তা বিস্ময়কর। এ কারণে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১১ ধারা অনুযায়ী নিরাপত্তা বিধানের জন্য আবেদন করেছেন বাবুল আক্তার। এ বিষয়ে আদালত পরে আদেশ দেবেন বলেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। পিবিআই হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে তিনি মামলার আবেদন করেন। এ অভিযোগের বিষয়ে ১৯ সেপ্টেম্বর আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে।

আবেদনে পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, পিবিআইয়ের সাবেক পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, এ কে এম মহিউদ্দিন সেলিম ও সংস্থাটির চট্টগ্রাম জেলা ইউনিটের পরিদর্শক কাজী এনায়েত কবিরকে আসামি করা হয়। 

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় শ্বশুরের করা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে ফেনী কারাগারে আছেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
এবারের আবেদনেও জামিন পাননি জবির সহকারী প্রক্টর
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!