X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিএনপির দুই কান কাটা, লজ্জা-শরমহীন: হানিফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির দুই কান কাটা। এরা লজ্জা-শরমহীন। দুর্নীতিতে জড়িতরা কেউ বিএনপি করতে পারবে না- এটা তাদের গঠনতন্ত্রে নেই। তারা সেটা তাদের গঠনতন্ত্র থেকে উঠিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে দেশ ধ্বংস করা ছাড়া কিছু করেনি।’

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন নব্য রাজাকার এই বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা কথায় কথায় সরকারের সমালোচনা করে। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে। এর আগে তারা হরতাল অবরোধ করে দেশ অস্থিতিশীল করেছে। তাদের ষড়যন্ত্র সফল হয়নি। ভবিষ্যতেও হবে না।’

তিনি বলেন, ‘দুর্নীতি, হত্যা ও লুণ্ঠনের দায়ে পলাতক আসামি তারেক রহমান বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি হাওয়া ভবন বানিয়ে এই দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সেই বিএনপি এখন কথায় কথায় দুর্নীতির কথা বলে। আমি বুঝতে পারছি না, এদের লজ্জা বলে কিছু আছে কি-না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজকে শেখ হাসিনা যখন উন্নয়ন অগ্রগতির মাঝে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সে সময়ে বিএনপি-জামায়াতিরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির নেতা কে? তারা এই কথা বলতে লজ্জা পায়। কারণ দেশের মাটিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত বিদেশের মাটিতে তারেক রহমান একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদেরকে আগামী দিনে সব নির্বাচনে জয়লাভ করতে হবে।’

সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘নাসিরনগরের সাম্প্রদায়িক অপশক্তিকে দমন করে সঠিক নেতৃত্ব বাছাই করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ 
সেখানে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সামনের কঠিন দিন আসছে। দিনগুলোতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন- বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, সদস্য গোলাম রাব্বানী চিনু, নাসিরনগর আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে আ. লীগের ৫ নেতা গ্রেফতার
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
সর্বশেষ খবর
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান