X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৯ অগ্রহায়ণ ১৪৩০

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণ আহত

বান্দরবান প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া সীমান্তের ৩৫ নম্বর পিলার সংলগ্ন ৩০০ মিটার মিয়ানমার অভ্যন্তরে মাইনটি বিস্ফোরিত হয়।

আহত তরুণ ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয় আরিফ উল্লাহ জানান, তুমব্রু হেডম্যানপাড়ার স্থানীয়দের গবাদিপশু ঘাস খেতে খেতে মাঝে মধ্যে সীমান্তের ওপারে চলে যায়। ফলে সেগুলো ফিরিয়ে আনতে মালিকদের সীমান্ত এলাকায় যেতে হয়। আজও অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা চরা‌নোর সময় তার গরু সীমান্তের ওপারে চলে গেলে সেটি ফিরিয়ে আনতে যান। সেখানে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যার বাঁ গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহতের মা ইয়াং মে চাকমা দাবি করেন, শুক্রবার দুপুরে গরু আনতে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন যুবক সীমান্তে কাঁটাতারের কাছে যায়। তখন হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে। পরে তাকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরণে তার ছেলে আহত হয়েছে। তার ছেলের বাম পায়ের নিচের অংশ উড়ে গেছে। শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে তমব্রু হেডম্যানপাড়ার একজন গুরুতর আহত হয়েছেন। মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে প্রতি বছর এ ধরনের ঘটনা ঘটে।

ইউপি জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভারী গুলির শব্দ
বাংলাদেশ সীমান্তে বিএসএফের নতুন হাতিয়ার ‘মৌমাছি যোদ্ধা’
সর্বশেষ খবর
ঢাকা টেস্টও দেখা যাবে ১০০ টাকায়
ঢাকা টেস্টও দেখা যাবে ১০০ টাকায়
৭৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল
৭৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল
ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আল নাসরের পরের ম্যাচে যে কারণে নেই রোনালদো
আল নাসরের পরের ম্যাচে যে কারণে নেই রোনালদো
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় মিগজাউমের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় মিগজাউমের সর্বশেষ আপডেট
শ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
করণীয় নির্ধারণে বৈঠক আজশ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
সিএনজি প্রতিস্থাপনে ১১৩ কোটি টাকার ঘুষ বাণিজ্য!
সিএনজি প্রতিস্থাপনে ১১৩ কোটি টাকার ঘুষ বাণিজ্য!
ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা বিএনপির
ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা বিএনপির
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা