X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৫ বছর পর চালু হলো নবীনগরের গণগ্রন্থাগার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৪

জনবল সংকট এবং করোনা মহামারির কারণে পাঁচ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাধারণ মানুষের জ্ঞান অর্জনের অন্যতম প্রতিষ্ঠান গণগ্রন্থাগার চালু করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গণগ্রন্থাগারের কার্যক্রম চালুর ঘোষণা দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, লাইব্রেরিয়ান না থাকায় ও করোনার প্রভাবে পাঁচ বছর ধরে গণগ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ছিল। এতে এলাকার যুবসমাজ বইয়ের বিপরীতে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন পর নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক নিজ উদ্যোগে গণগ্রন্থাগারটি সংস্কার করে পুনরায় চালু করেন। এতে ছেলেমেয়েরা আবারও শিক্ষার দিকে অগ্রসর হবে। 

গণগ্রন্থাগার চালু হওয়ায় খুশি হয়েছেন পাঠকরা। উপজেলার কলেজশিক্ষার্থী আবির হোসেন বলেন, ‌‘দীর্ঘদিন গ্রন্থাগার বন্ধ থাকায় বই পড়া থেকে বঞ্চিত হয়েছি। আড্ডা দিয়ে অনেক সময় অপচয় করেছি। এরপর প্রতিষ্ঠানটি যেন বন্ধ না হয়। নিয়মিত বন্ধু ও সহপাঠীদের নিয়ে গ্রন্থাগারে পড়তে যাবো।’

নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির বলেন, ‘জনবল সংকট এবং করোনা মহামারির কারণে পাঁচ বছর ধরে বন্ধ ছিল গ্রন্থাগারটি। এতে এলাকার ছেলেমেয়েরা মোবাইল, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আসক্ত হয়ে পড়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে গ্রন্থাগারটি সংস্কার করে চালু করা হয়েছে। এতে ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি আবারও এখানে এসে বই পড়ার মাধ্যমে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে।’

গণগ্রন্থাগারের দায়িত্ব নেওয়া নাদিরা সুলতানা বলেন, ‘আমি নিজেও শিক্ষক। দীর্ঘদিন বন্ধ থাকায় গ্রন্থাগারে পাঠক নেই। আশা করছি, এখন থেকে গ্রন্থাগারে পাঠক সংখ্যা বাড়বে। পাঠক বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবো। সব ধরনের বই গ্রন্থাগারে রাখা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, ‘গণগ্রন্থাগারটি চালু রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেজন্য সবার সহযোগিতা চাই। আমিও সব ধরনের সহযোগিতা করবো।’

তিনি বলেন, ‘কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য প্রবন্ধ ও ভ্রমণ কাহিনিসহ ৬০০ বই রয়েছে গ্রন্থাগারে। কয়েকদিনের মধ্যে আরও শতাধিক বই গ্রন্থাগারে সংযোজন করা হবে। বইয়ের সংগ্রহ আরও বাড়ানো হবে।’ 

গ্রন্থাগারের কার্যক্রম চালুর সময় উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

/এএম/
সম্পর্কিত
জাতীয় গ্রন্থাগার দিবসগণগ্রন্থাগারে গণফাটল, পাঠকের নিত্যসঙ্গী আতঙ্ক
উচ্চশিক্ষার রেফারেন্স বই চেয়ে চেয়ে আর কতদিন?
জাতীয় গ্রন্থাগার দিবসের ৬ বছর, কী প্রভাব পড়েছে সমাজে
সর্বশেষ খবর
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…