X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও ২ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ০০:২১আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০০:২১

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় এক শিশু ও পাঁচ নারীসহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

ওসি বলেন, ‘ওই এলাকায় ভেসে আাসা দুই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী ছিলেন তারা। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার ভোরে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় এলাকায় বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যমতে, ট্রলারে ৭০ জনের মত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ছিলেন। তাদের তথ্যমতে, এখনও ২২ জন নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে টেকনাফ থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে। বুধবার রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই হুসনে মুবারক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার হাসান আলীর ছেলে মো. শহিদ উল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘তারা দালালের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য যাত্রা করেছিল। নদীপথে দুর্ঘটনার শিকার হয়। কোন কোন দালালের মাধ্যমে তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা