X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও ২ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ০০:২১আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০০:২১

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় এক শিশু ও পাঁচ নারীসহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

ওসি বলেন, ‘ওই এলাকায় ভেসে আাসা দুই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী ছিলেন তারা। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার ভোরে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় এলাকায় বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যমতে, ট্রলারে ৭০ জনের মত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ছিলেন। তাদের তথ্যমতে, এখনও ২২ জন নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে টেকনাফ থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে। বুধবার রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই হুসনে মুবারক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার হাসান আলীর ছেলে মো. শহিদ উল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘তারা দালালের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য যাত্রা করেছিল। নদীপথে দুর্ঘটনার শিকার হয়। কোন কোন দালালের মাধ্যমে তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে