X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘আমি ৯১ লাখ ৬৩ হাজার মানুষের সেবা করবো’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২২, ১৭:৫৫আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৭:৫৫

নির্দিষ্ট কোনও এলাকার নয়, পুরো চট্টগ্রামের মানুষের সেবক হতে চান নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আমি চট্টগ্রামের ৯১ লাখ ৬৩ হাজার ৭৬০ মানুষের সেবা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে কাজ করবো।’

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পেয়ারুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে ১২ দফা ঘোষণা করেছিল আমার নির্বাচন পরিচালনা কমিটি। আগে ওই ১২ দফা বাস্তবায়নে কাজ করবো।’ 

তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রতিটি উপজেলায় সুষম বণ্টনের মাধ্যমে সার্বিক উন্নয়ন নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে যথাযোগ্য ব্যবস্থা নেবো।

আমার এই বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখ করে পেয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগী হিসেবে এই অঞ্চলের জনপ্রতিনিধিরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। জনপ্রতিনিধিদের সমন্বয়ে চট্টগ্রামের রোডম্যাপ তৈরি করে সিটি করপোরেশন ও সব উপজেলায় সমানভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ করবো। জেলা পরিষদের সম্পত্তিসমূহ যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করবো। প্রবাসীদের সামাজিক মর্যাদা বাড়ানোর উদ্যোগ নেবো।’

তিনি বলেন, ‘কারিগরি, প্রযুক্তিগত শিক্ষাসহ সাধারণ শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। কৃষি অর্থনীতির ভিত শক্ত করতে আধুনিক প্রযুক্তির চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে। কৃষিনির্ভর শিল্প-কারখানা প্রতিষ্ঠায় উৎসাহিত করা হবে।’

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে মাদক-সন্ত্রাসের থাবা থেকে চট্টগ্রামকে মুক্ত রাখার চেষ্টা করবো। অবক্ষয় থেকে বাঁচাতে তরুণদের ক্রীড়ামুখী করতে ইনডোর-আউটডোর খেলাধুলা চালুসহ খেলার মাঠ সংস্কার ও আধুনিকায়ন করবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুণ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী ও মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা।

/এএম/
সম্পর্কিত
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি