X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মসজিদটি পরিচালনার দায়িত্ব পেলো এডহক কমিটি

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১১:৫৩আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:৫৩

মসজিদ পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে কমিটি বাতিল ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবিতে করা হয়েছিল মামলা। সেই মামলা চলমান থাকা অবস্থায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পরিচালনায় ছয় সদস্য বিশিষ্ট এডহক কমিটি করে দিয়েছেন আদালত।

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনকে কমিটির আহ্বায়ক করে খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা প্রশাসক কার্যালয়ের একজন সহকারী কমিশনার ও সদর থানার
ওসি আরিফুর রহমান সদস্য করা হয়েছে।

জনৈক গোলাম মোহাম্মদ চৌধুরীসহ আরও কয়েকজন মুসল্লির করা মামলায় খাগড়াছড়ির যুগ্ম ও দায়রা জজ মাহমুদুল হাসানের গত ৩১ অক্টোবরের আদেশমূলে শনিবার (১২ নভেম্বর) এই এডহক কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এই তথ্য নিশ্চিত করেন।

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মহি উদ্দিন কবির জানান, ২০১৭ সালের ৩১ অক্টোবর তিন বছরের জন্য খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমকে সভাপতি ও ব্যবসায়ী সোলায়মানকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির মেয়াদ ২০২০ সালের ৩০ অক্টোবর শেষ হয়। মসজিদের গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠন কার্যক্রম না করেই আগের কমিটি সরকারের মসজিদ পরিচালনা নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে আরও দুই বছরের বেশি সময় পার করে।

তিনি জানান, পাশাপাশি দীর্ঘ পাঁচ বছরের বেশি সময়ে এ কমিটির সভাপতি ও সম্পাদক মসজিদের নানা উন্নয়ন কর্মকাণ্ড,
সম্পত্তি রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে প্রচুর অনিয়ম
ও দুর্নীতি করে। ফলে মসজিদের সাধারণ মুসল্লিদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুধু তাই নয়, জাহেদুল আলম আবারও সভাপতি হওয়ার জন্য তার আপন ভাই খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে। ওই নির্বাচন প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ না করায় গত বছরের ১ ডিসেম্বর যুগ্ম জেলা জজ আদালতে মসজিদের সাধারণ মুসল্লিদের পক্ষে গোলাম মোহাম্মদ চৌধুরী বাদী হয়ে ওই নির্বাচন স্থগিত করার নিমিত্তে মামলা করেন।

তিনি আরও জানান, মামলা হলে জাহেদুল আলম, রফিকুল আলমসহ বিবাদীগণ গত বছরের ১৫ ডিসেম্বর আদালতকে
জানান, তারা গত ২০২০ সালের ২১ ডিসেম্বর সহ-সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহীর কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নিজেদের কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ান। এতে আপত্তি জানান বাদীপক্ষ।

বিবাদীপক্ষের আইনজীবী আকতার উদ্দিন মামুন জানান, মসজিদ পরিচালনার সময় অনিয়ম, দুর্নীতি, আত্মীয়করণ ও স্বজনপ্রীতি করা
কোনও মুসলমানের কাজ হতে পারে না। বাদীপক্ষ এই সংক্রান্তে যেসব অভিযোগ এনেছেন সবই মিথ্যা। মসজিদের সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানেও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য এবং তার ভাই রফিকুল আলম পরপর দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন। তাদের টাকা পয়সা
আর ক্ষমতার এত লোভ নেই যে মসজিদে অনিয়ম করতে হবে। 
মসজিদ পরিচালনায় এডহক কমিটির আহ্বায়কের দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান,
অনিয়ম হয়েছে কিনা-তা যাচাই করার জন্য সাবেক কমিটির সময়কালের সব কার্যক্রম অডিট করা হবে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মুসল্লিদের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত নতুন কমিটি করার পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী