X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘আ.লীগ দেশ ছেড়ে পালাবে, কল্পনা করেন কীভাবে’

নোয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৩০

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না। মমতাময়ী শেখ হাসিনা যদি তখন প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে তারেক রহমানকে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আশ্রয় নিতে হতো না। কারণ শেখ হাসিনা মমতাময়ী।’

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা কত ভয়ঙ্কর দেখেন, ক্ষমতায় যাওয়ার আগেই আওয়ামী লীগকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের সব নেতা নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? কারণ তারা আমাদের মারবে এবং হত্যা করবে। আমাদের গলা কেটে নেবে, হাত কেটে নেবে, পা কেটে নেবে। এসব কারণে বলছে, আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাবে। এর মাধ্যমে বোঝা যায় বিএনপি প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল।’ 

আমরা ১৪ বছর ধরে ক্ষমতায় আছি উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ বলেন, ‘আমাদের আমলে বিএনপির একজন নেতাকেও দেশ ছেড়ে পালাতে হয়নি। একজন কর্মীকেও দেশ থেকে বের করে দেইনি। এমনকি কাউকে পালানোর জন্য হুমকি দেইনি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের প্রসঙ্গ টেনে আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সারাদিন বঙ্গবন্ধুকন্যাকে গালিগালাজ করে হুমকি দেয় আর বলে আমরা পালিয়ে যাবো। না, পালিয়ে যাবো না। এই মাটির গভীরে আওয়ামী লীগের শিকড়। দেশের জনগণের মধ্যে আওয়ামী লীগের জন্ম, কৃষকের লাঙলের ফলা থেকে আওয়ামী লীগের জন্ম, কৃষকের কাস্তে থেকে আওয়ামী লীগের জন্ম, শ্রমিকের ঘাম-হাতুড়ি থেকে আওয়ামী লীগের জন্ম। কোনও জেনারেলের পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। এই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাবে, এটি কল্পনা কীভাবে করেন আপনারা? আমরা দেশ ছেড়ে পালাবো না। আপনাদেরও দেশে থাকার অনুরোধ করি, দেশ ছেড়ে পালাতে বলবো না। দরকার হলে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো।’   

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার মহত্ত্ব কোন জায়গায়? বিএনপি সংলাপে আসলো। মির্জা ফখরুল সাহেব আসলেন। নেত্রী জিজ্ঞেস করলেন ফখরুল সাহেব, শুনেছি শরীরটা খারাপ। ঠিকমতো ডাক্তার দেখাও, ওষুধ খাও। তোমার শরীরটা কেমন জানি হয়ে গেছে। একটু নিজের যত্ন নিও। এই যে মা, বড় বোন এটি দেশে দ্বিতীয় কেউ আছে। সেই মানুষটার পেছনে থাকা কি একটা মহৎ কাজ নয়? আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু শেখ হাসিনা।’

দলীয় নেতাকর্মীর উদ্দেশে আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘মাত্র এক বছর সময় আছে নির্বাচনের। আমরা একটা সমস্যায় পড়েছি। হঠাৎ করোনা এসে বিশ্বের অর্থনীতি তছনছ করে দিয়েছে। এরই মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলো। গোটা বিশ্বের অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে। আমরাও বিশ্ব থেকে বিচ্ছিন্ন নই। আজ জিনিসপত্রের দাম বেড়েছে, সবার সমস্যা হচ্ছে। এই সমস্যা ঢেকে রাখার বিষয় নয়। মানুষের সমস্যার কথা স্বীকার করতে হবে আমাদের। তবু আমরা বিশ্বের অন্যান্য দেশ থেকে ভালো আছি। এসব কথা মানুষের দুয়ারে গিয়ে বিনয়ের সঙ্গে বলতে হবে নেতাকর্মীদের। তখন একটু করে হলেও মানুষ দুঃখ ভুলবে। মানুষ জানে শেখ হাসিনার চেয়ে ভালোভাবে কেউ দেশ চালাতে পারবে না। তিনি আছেন বলে বাংলাদেশ এখনও নিচে নেমে যায়নি। এগুলো মানুষকে জানাতে হবে।’    
     
এর আগে বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোরশেদ আলম এমপির সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও শওকত হোসেন কাননের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. বাহার উল্ল্যা বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির এবং সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা