X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ: ৭ মাসেও শেষ হয়নি তদন্ত

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০২২, ২৩:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২৩:১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্ত সাত মাসেও শেষ হয়নি। কবে নাগাদ তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে সে ব্যাপারে কিছুই বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এরই মধ্যে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে আবারও বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার এই কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লাগে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন জানান, ডিপো কর্তৃপক্ষের গাফিলতির কারণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কার্যত কোনও ব্যবস্থা না নেওয়ায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন ডিপো কর্তৃপক্ষ।

গত ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৫১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন দুই শতাধিক। ডিপোর একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনায় রফতানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার এবং আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৬৩ জনের চোখ আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে বলেও জানান তারা।

এ ঘটনায় ৭ জুন রাতে সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে ডিপোর আট কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় বিএম কনটেইনার ডিপোর মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খান, উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) নুরুল আক্তার খান, ব্যবস্থাপক (প্রশাসন) খালেদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উল্লাহ, জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) নাছির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবদুল আজিজ, ডিপোর শেড ইনচার্জ সাইফুল ইসলাম ও সহকারী ডিপো ইনচার্জ নজরুল ইসলামকে আসামি করা হয়।

বিএম কনটেইনার ডিপোতে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস

ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, ‘ডিপোতে ড্রামভর্তি কেমিক্যাল থাকার কথা ফায়ার সার্ভিসকে জানাননি মালিকপক্ষ। এ কারণে কেমিক্যালভর্তি কনটেইনারের আগুন পানিতে নেভানো সম্ভব হয়নি। কেমিক্যালের কারণে এক কনটেইনার থেকে আরেক কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে হতাহতের ঘটনা বেড়ে যায়। মামলায় আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৩৭/৩৩৮/৩০৫.ক/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।’

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ‘ডিপোতে আমদানি-রফতানি গার্মেন্টস পণ্য কনটেইনারে রাখার পাশাপাশি কেমিক্যালভর্তি ড্রামও রাখা হতো। কিন্তু অগ্নিকাণ্ড মোকাবিলায় ডিপো কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণের পর্যাপ্ত সরঞ্জাম এবং প্রশিক্ষিত জনবল ছিল না। কেমিক্যালজাতীয় পদার্থের আগুন নেভানোর মতো কোনও ধরনের প্রস্তুতিও তাদের ছিল না। এ অবস্থায় ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের একাধিক টিম পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ডিপো কর্তৃপক্ষ ড্রামভর্তি কেমিক্যাল কনটেইনারে থাকার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানাননি। ড্রামভর্তি কেমিক্যালের কারণে এক কনটেইনার থেকে আরেক কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে ড্রামভর্তি কেমিক্যালের ছয়-সাতটি কনটেইনার একযোগে বিস্ফোরিত হয়।’

মামলার এজাহারে পুলিশ আরও উল্লেখ করেছে, ‘বিস্ফোরণের ভয়াবহতায় আশপাশের দুই-তিন কিলোমিটারের মধ্যে থাকা অনেক ভবনের কাচ টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। বিস্ফোরিত কনটেইনারের ছড়িয়ে পড়া টুকরোর আঘাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসকর্মী, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক মানুষ হতাহত হন। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লেগেছে। কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা, ডিপো পরিচালনায় দুর্বল ব্যবস্থাপনা এবং অব্যবস্থাপনার কারণে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে।’

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত এ মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। মামলার আসামিদের কাউকে গ্রেফতারও করা হয়নি। ফলে মামলার তদন্তে কোনও অগ্রগতি নেই।

মামলার তদন্তে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলাটি প্রথমে সীতাকুণ্ড থানা পুলিশ তদন্ত করেছিল। কিছুদিন আগে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন জেলা গোয়েন্দা পুলিশ মামলা তদন্ত করছে।’

এখনও মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের প্রধান নুর মোহাম্মদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্ত চলছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাক আহমেদ মামলাটি তদন্ত করছেন। কিছু কাগজপত্রের জটিলতার কারণে মামলার তদন্ত শেষ করা যাচ্ছে না। এসব কাগজপত্র পাওয়া গেলে দ্রুত সময়ে তদন্তকাজ শেষ করা যাবে।’

বিএম ডিপো সূত্র জানায়, বিস্ফোরণের পর গত নভেম্বর মাসে বিএম কনটেইনার ডিপোর আমদানি-রফতানি পণ্য ব্যবস্থাপনা পুরোদমে শুরু হয়েছে। দুর্ঘটনার পর ডিপো ব্যবহার করে আমদানি-রফতানি ও খালি কনটেইনার সংরক্ষণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ডিপো সংস্কার করার পর গত ২২ আগস্ট শুধু খালি কনটেইনার সংরক্ষণের অনুমোদন দেয় কাস্টমস। গত ২৫ অক্টোবর ৯ শর্তে পোশাকপণ্য রফতানি কার্যক্রম ব্যবস্থাপনার অনুমোদন দেওয়া হয়। শর্ত মানায় গত ৭ নভেম্বর আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরুর অনুমোদন দেওয়া হয়। তবে বিএম ডিপো রাসায়নিক পণ্য ব্যবস্থাপনার জন্য অনুমোদন দেওয়া হয়নি বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় বিএম কনটেইনার ডিপো

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত হয়েছেন। এর মধ্যে যাদের লাশ পুড়ে অঙ্গার হয়ে গেছে; এ ধরনের ২১ লাশের ডিএনএ নমুনা সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়ার পর ১৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এখনও আট জনের লাশ হাসপাতাল মর্গে আছে। এর মধ্যে একজনের লাশ কক্সবাজার মেডিক্যাল মর্গে। বাকি সাত জনের লাশ আছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গের হিমাগারে। ডিএনএ রিপোর্ট পাওয়ার পর লাশগুলো স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।’

নাম প্রকাশ না করার শর্তে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহতদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের সদস্য। এর মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হওয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাকি তিন জনের লাশ এখনও শনাক্ত হয়নি। তাদের ডিএনএ নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি আমরা। তিন জনের মধ্যে দুজন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্য রবিউল ইসলাম ও ফরিদুজ্জামান। অপরজন কুমিরা ফায়ার সার্ভিসের নিখোঁজ সদস্য শফিউল।’

প্রসঙ্গত, ২০১১ সালে বাংলাদেশের স্মার্ট গ্রুপ ও নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান মিলে বিএম কনটেইনার ডিপো চালু করেছিল।

/এএম/
সম্পর্কিত
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
ভাসানটেকে গ্যাস সিলিন্ডারে দগ্ধ আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া