X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গোপন কক্ষে ঢুকে ইভিএমের বাটনে চাপ, কারাগারে নৌকার এজেন্ট

নোয়াখালী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২০:১৯

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপন কক্ষে ঢুকে ইভিএমের বাটনে চাপ দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থীর এক পোলিং এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। 

পাশাপাশি ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আলী হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন চলাকালীন তাকে প্রিসাইডিং কর্মকর্তার হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রে তাদের এই সাজা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম। দণ্ডপ্রাপ্ত পোলিং এজেন্ট একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী দিলদার হোসেন ওরফে জুনায়েদের পোলিং এজেন্ট ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘কেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আলী হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নির্বাচন চলাকালীন পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তার হেফাজতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।’

নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈন বলেন, ‘ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দিয়েছেন।’

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে ওই পোলিং এজেন্ট গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটারের ভোট নিজেই ইভিএম বাটন টিপে তার পছন্দের প্রার্থীকে দিয়ে দেন। এ সময় ওই কেন্দ্র পরিদর্শনে যাওয়া নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে তার ভোট দিয়ে দেওয়ার অভিযোগ করেন ওই নারী ভোটার। এ সময় নির্বাচনের দায়িত্ব পালন করা সিনিয়র ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলম তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পোলিং এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দেন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড
স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে এপ্রিলে ৪৭৭ মামলা নিষ্পত্তি
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
সর্বশেষ খবর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ