X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

গোপন কক্ষে ঢুকে ইভিএমের বাটনে চাপ, কারাগারে নৌকার এজেন্ট

নোয়াখালী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২০:১৯

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপন কক্ষে ঢুকে ইভিএমের বাটনে চাপ দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থীর এক পোলিং এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। 

পাশাপাশি ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আলী হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন চলাকালীন তাকে প্রিসাইডিং কর্মকর্তার হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রে তাদের এই সাজা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম। দণ্ডপ্রাপ্ত পোলিং এজেন্ট একই ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী দিলদার হোসেন ওরফে জুনায়েদের পোলিং এজেন্ট ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মুসলিম হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘কেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আলী হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নির্বাচন চলাকালীন পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তার হেফাজতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।’

নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈন বলেন, ‘ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দিয়েছেন।’

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে ওই পোলিং এজেন্ট গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটারের ভোট নিজেই ইভিএম বাটন টিপে তার পছন্দের প্রার্থীকে দিয়ে দেন। এ সময় ওই কেন্দ্র পরিদর্শনে যাওয়া নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে তার ভোট দিয়ে দেওয়ার অভিযোগ করেন ওই নারী ভোটার। এ সময় নির্বাচনের দায়িত্ব পালন করা সিনিয়র ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলম তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পোলিং এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দেন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
ওএমএস পণ্য জালিয়াতিতে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, বহিষ্কৃত যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
গাজায় ভূমি দখলের হুমকি ইসরায়েলের
গাজায় ভূমি দখলের হুমকি ইসরায়েলের
বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই সন্তানের বাবার বিরুদ্ধে
বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই সন্তানের বাবার বিরুদ্ধে
ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে রাজধানীতে যৌথ অভিযান
ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে রাজধানীতে যৌথ অভিযান
মোহাম্মদপুরে সারজান হত্যা মামলার আসামি গ্রেফতার
মোহাম্মদপুরে সারজান হত্যা মামলার আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান