দেশজুড়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলসহ চলমান প্রকল্পগুলো দেশের যাতায়াত ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়েছে এবং আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার রোল মডেল। কিন্তু নির্বাচনের সময় এলে দেশবিরোধী একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করে। এখন মিথ্যা কথা বলে কোনও লাভ নেই। সারা দেশে উন্নয়ন হয়েছে স্বীকার করতে হবে। কারণ এটি দৃশ্যমান এবং জনগণ এর সুফল ভোগ করছে।’
তিনি বলেন, ‘একসময় আমরা পাকিস্তানের পেছনে ছিলাম, এখন পাকিস্তান আমাদের পেছনে। তারপরও দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশবিরোধী একটি মহল।’
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম সমিতি আয়োজিত অসচ্ছল ব্যক্তিদের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সমিতির পক্ষ থেকে ৭০ জনকে ভ্যানগাড়ি এবং ১০৫ জনকে সেলাই মেশিন দেওয়া হয়।
সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।