X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
৯ চৈত্র ১৪২৯

নির্বাচনের পরদিন নিজ বাসায় পাওয়া গেলো ‘নিখোঁজ’ প্রার্থীকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৬

নির্বাচনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরায় তার নিজ বাসায় তাকে পাওয়া গেছে বলে তার স্ত্রী মেহেরুন্নেচ্ছা মেহেরিন বিষয়টি  নিশ্চিত করেছেন।

তার সন্ধান পাওয়া সম্পর্কে স্ত্রীর বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, তার স্ত্রী গত ৩১ জানুয়ারি (মঙ্গলবার) তার নিখোঁজ সম্পর্কে আশুগঞ্জ থানায় একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের তদন্ত করতে গেলে আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেচ্ছা মেহেরিন পুলিশকে জানায়, তার স্বামী রাজধানীর বসুন্ধরায় তাদের নিজ বাসায় অবস্থান করছেন।

তিনি এতদিন স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন না কি- এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, তাকে পাওয়ার পর আমরা জিজ্ঞাসাবাদ করবো। এরপরই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর ৩১ জানুয়ারি বিকালে তার স্ত্রী সন্ধানের দাবিতে ই-মেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে চার দিকে তোলপাড় শুরু হয়। বুধবার অনুষ্ঠিত ভোটের দিনেও আসিফকে পাওয়া যায়নি। আবু আসিফ আহমেদ এই উপনির্বাচনে মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৬৯ ভোট।

/এফআর/
সর্বশেষ খবর
রমজানে অর্ধেক দামে চাল-ডাল-তেল-খেজুর বিক্রি করছেন তারা
রমজানে অর্ধেক দামে চাল-ডাল-তেল-খেজুর বিক্রি করছেন তারা
এক প্রাইভেটকারের ভেতরে ৩৮ লাখ টাকার অবৈধ মোবাইল
এক প্রাইভেটকারের ভেতরে ৩৮ লাখ টাকার অবৈধ মোবাইল
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের নিন্দা ঘাতক দালাল নির্মূল কমিটির
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের নিন্দা ঘাতক দালাল নির্মূল কমিটির
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
জার্মানি গেলে পুতিনকে গ্রেফতার করা হবে: রাষ্ট্রদূত
জার্মানি গেলে পুতিনকে গ্রেফতার করা হবে: রাষ্ট্রদূত