X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্যাংক থেকে ১৬৫ কোটি টাকা নিয়ে ফেরত দেয়নি ইলিয়াস ব্রাদার্স গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২২

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে ১৬৫ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপ। এ ঘটনায় ঋণ খেলাপির অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলমসহ তার পরিবারের ১২ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি করা বাকি ১১ জন হলেন ইলিয়াস ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল আবছার, পরিচালক মো. নুরুল আমিন, চেয়ারম্যানের স্ত্রী তাহমিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমের স্ত্রী কামরুন নাহার বেগম, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ রাশেদুল আলম, ফাতেমা বেগম, তৈয়বা বেগম ও তাহেরা বেগম।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ইস্টার্ন ব্যাংক থেকে ১৬৫ কোটি টাকা ঋণ নিয়েছে এমইবি গ্রুপ। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কয়েকটি নোটিশ সত্ত্বেও ঋণ পরিশোধ করেনি। তাই অর্থঋণ আদালত ব্যাংকের পক্ষে একটি আদেশ দেন এবং স্থানীয় থানাকে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।’

আদালত সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ১৬৫ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি আসামিরা। টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে অর্থঋণ আদালতে মামলা করেন। মামলা দায়েরের ১০ বছর পরেও কোনও টাকা পরিশোধ করেননি তারা। 

অপরদিকে, ব্যাংকের কাছে মরগেজ রাখা সম্পত্তির মালিকানা নিয়ে আসামিরা একে-অপরের বিরুদ্ধে মামলা করে জটিলতা সৃষ্টি করেছেন। 

/এএম/এফআর/
সম্পর্কিত
এবার নিলামে এস আলম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা
আশঙ্কাজনক হারে বাড়ছে মন্দ ঋণ, প্রভিশন ঘাটতিও দ্বিগুণ
২৭ কোটি টাকা খেলাপি ঋণ, সাবেক মন্ত্রীর পরিবারের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি