X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ঝাউতলা বিহারি পল্লির বুটিক হাউস

ঈদ ঘিরে বেড়েছে ব্যস্ততা, মিলেছে কোটি টাকার কাজ

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
৩০ মার্চ ২০২৩, ০৮:০০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৮:০০

ঈদ ঘিরে চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা বিহারি পল্লির বুটিক হাউসগুলোর কারিগরদের দম ফেলার ফুরসত নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এসব বুটিক হাউসে থান কাপড়ের ওপর পুঁতি, পাথর ও চুমকি বসিয়ে তৈরি করা হয় নানা ডিজাইনের শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস ও পাঞ্জাবিসহ বাহারি পোশাক। এখানে একসময় শতাধিক বুটিক হাউস থাকলেও বর্তমানে ১৫টিতে কাজ চলছে।

বুটিক হাউসের মালিকরা বলছেন, ঈদ উপলক্ষে ১৫-২০ লাখ টাকার কাজের অর্ডার পেয়েছে বিহারি পল্লির একেকটি বুটিক হাউস। এই হিসাবে ১৫টি বুটিক হাউস দেড় থেকে দুই কোটি টাকার কাজের অর্ডার পেয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে বিহারি পল্লির বুটিক হাউসগুলোতে গিয়ে দেখা গেছে, কারিগরদের যেন মাথা তোলার সময় নেই। জর্জেট, শিফন, টিস্যু, সিল্ক ও বেলবেট কাপড়ের ওপর সুই-সুতার সাহায্যে পুঁতি, জরি, স্প্রিং ও চুমকি দিয়ে নকশা ফুটিয়ে তোলায় ব্যস্ত কারিগররা।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ঝাউতলা বাজারের স্কুল ক্যাম্প রোডে আনুশা বুটিক ফ্যাশন। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শহিদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি বছর ঈদে স্বাভাবিক সময়ের চেয়ে ব্যস্ততা অনেক বেশি থাকে। এবার অনেক অর্ডার পেয়েছি। অনেক নামীদামি শোরুম নানা ডিজাইনের কাজের অর্ডার দিয়েছে। আমরা তাদের পছন্দ অনুযায়ী কাপড়ে কাজ করে দিচ্ছি।’

করোনা মহামারিতে এখানের বুটিক হাউসগুলোতে মারাত্মক ধাক্কা লেগেছে জানিয়ে মোহাম্মদ শহিদ বলেন, ‘করোনার সময় দীর্ঘদিন লকডাউন ছিল। সংকটে পড়ে সে সময় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিছু প্রতিষ্ঠান টিকে থাকলেও সেগুলোর স্বত্বাধিকারীদের তেমন পুঁজি নেই। একসময় এই কাজ ছিল বিহারি পল্লির ঐতিহ্য। এখন এই পেশায় নতুনরা আসতে চাচ্ছেন না। তারা অন্য পেশায় যাচ্ছেন। এ কারণে বুটিক হাউসগুলোতে কারিগরের সংকট দেখা দিয়েছে। এজন্যও কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।’ 

১০ বছরের বেশি সময় ধরে বুটিক হাউসে কাজ করছেন আনুশা বুটিক হাউসের কারিগর মো. রাশেদ। তিনি বলেন, ‘এখানে নানা ডিজাইনের শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা ও পাঞ্জাবিসহ কারুকাজ সজ্জিত পোশাক তৈরি হয়। এসব পোশাক ঢাকা-চট্টগ্রামসহ দেশের নামীদামি দোকান ও শোরুমে বিক্রি হয়। মাসে ১৫ হাজার টাকা বেতন পাই। কাজে অভিজ্ঞ কারিগররা একটু বেশি বেতন পান, কম অভিজ্ঞ এবং নতুনরা ৮-১০ হাজার টাকা বেতন পান।’ 

থান কাপড়ের ওপর পুঁতি, পাথর ও চুমকি বসিয়ে তৈরি করা হয় নানা ডিজাইনের শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস ও পাঞ্জাবিসহ বাহারি পোশাক

ঝাউতলা বিহারি পল্লির সবচেয়ে বড় বুটিক হাউস চয়েস বুটিক। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. জালাল। তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ২০ জন কারিগর কাজ করেন। প্রতি বছর ঈদে প্রচুর কাজ পাই। আগে বিভিন্ন শোরুম থেকে অর্ডার বেশি আসতো। এখন অনলাইনে বিক্রেতারাও কাজের অর্ডার দিচ্ছেন। যে যেভাবে অর্ডার দেন, আমরা সেভাবে কাজ করে দিই।’

মো. জালাল আরও বলেন, ‘১৪ বছর ধরে চয়েস বুটিক হাউস পরিচালিত হচ্ছে। এবার ঈদ উপলক্ষে ১৮-২০ লাখ টাকার কাজের অর্ডার পেয়েছি। সব ধরনের পোশাকের অর্ডার নিই। তবে এবার বোরকার অর্ডার বেশি পেয়েছি।’

বুটিক হাউসের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘এই কাজে আগ্রহ কম নতুন প্রজন্মের। তারা এর চেয়ে ভালো বেতনে অন্য কাজ পাচ্ছেন। এজন্য বুটিক হাউসগুলোতে কারিগরের সংকট। যারা কাজ করছেন তাদের বেতন বেশি দিতে হচ্ছে। সেইসঙ্গে কাপড়ে নকশায় যেসব পুঁতি, জরি, স্প্রিং ও চুমকিসহ নানা উপকরণ ব্যবহার হয়, তা ঢাকা থেকে কিনে আনতে হয়। এগুলোর দামও বেড়েছে। এজন্য আগের মতো লাভ হয় না।’

ঈদ উপলক্ষে ১৫-২০ লাখ টাকার কাজের অর্ডার পেয়েছে বিহারি পল্লির একেকটি বুটিক হাউস

ঝাউতলা বিহারি পল্লিতে ১৫ হাজার বিহারি রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বিহারি পল্লির বাসিন্দাদের সুই-সুতার কাজ পুরনো পেশা। এখানের বুটিক হাউসগুলোর বেশ সুনাম আছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এখানে কাজের অর্ডার আসে। এখানকার কারিগররা ক্রেতার পছন্দ মতো কাপড়ে নকশা করে দেন।’

/এএম/
সম্পর্কিত
ঈদের আগেই সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে
দেশে সবুজ কারখানা ২১৪টি
পরিবেশবান্ধব সনদ পেয়েছে ২ পোশাক কারখানা
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়