X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে অগ্নিদগ্ধ রোগীদের জন্য হচ্ছে উন্নত হাসপাতাল

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০২৩, ০৮:০০আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৯:০১

চট্টগ্রামে আগুনে পোড়া রোগীদের উন্নত চিকিৎসার দ্বার খুলছে। শিগগিরই চীন সরকারের কাছ থেকে উপহারের ১৫০ শয্যাবিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট হাসপাতালের কাজ শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি সই হয় বৃহস্পতিবার (৩০ মার্চ)।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং চীনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ানে বাস্তবায়ন চুক্তি সই করেন।

চুক্তির আওতায় চীন সরকারের সম্পূর্ণ অনুদানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-সংলগ্ন গোঁয়াছি বাগান এলাকায় হবে ১৫০ শয্যার এ হাসপাতাল। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের মেডিক্যাল যন্ত্রপাতি ও আসবাবপত্র চীন সরকার অনুদান হিসেবে দেবে।

এ লক্ষ্যে গত ২১ মার্চ হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত জায়গায় থাকা অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে। চুক্তির ২২ মাসের মধ্যে এই হাসপাতালের নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, চমেক হাসপাতাল-সংলগ্ন গোয়াছিবাগান এলাকায় বিশেষায়িত বার্ন ইউনিটের প্রস্তাবিত জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৩০০টি আধাপাকা ঘর গত ২১ মার্চ উচ্ছেদ করা হয়। এর আগে এসব বসতিদের ২০ মার্চের মধ্যে সরে যেতে নোটিশ করা হয়। তারা সরে না যাওয়ায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে উপযুক্ত জমি না পাওয়ায় দীর্ঘ সাড়ে ছয় বছর ঝুলে ছিল দেড় শ শয্যার বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ বার্ন হাসপাতাল নির্মাণ উদ্যোগ।

চমেক হাসপাতাল সূত্র জানায়, চমেক হাসপাতালের পেছনে গোয়াছি বাগান এলাকায় এক একর জমিতে প্রতিষ্ঠা পাবে ১৫০ শয্যার বার্ন ইউনিট হাসপাতাল। এ হাসপাতালে থাকবে একটি বহির্বিভাগ, একটি অন্তর্বিভাগ, একটি জরুরি বিভাগ, ১০টি আইসিইউ বেড, পুরুষদের জন্য ১০টি এইচডিইউ বেড, নারীদের জন্য ১০টি এইচডিইউ বেড এবং শিশুদের জন্য থাকবে পাঁচটি এইচডিইউ বেড। হাসপাতালের ভবনটি হবে ছয়তলাবিশিষ্ট। এর মধ্যে প্রথম তলায় থাকবে ইমাজেন্সি ওয়ার্ড এবং ওপিডি, দ্বিতীয় তলায় তিনটি ওটি (অপারেশন থিয়েটার) এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), তৃতীয় তলার পুরোটাই হবে হাই ডিপেন্সিভ ইউনিট (এইচডিইউ), চতুর্থ ও পঞ্চম তলায় ওয়ার্ড এবং ষষ্ঠ তলায় হবে ওয়ার্ড ও অফিস কক্ষ।

চট্টগ্রামে অগ্নিদগ্ধ রোগীদের জন্য হচ্ছে উন্নত হাসপাতাল

বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬ শয্যার একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালু রয়েছে। চট্টগ্রাম বিভাগের ৯টি জেলার প্রায় চার কোটি মানুষ এ বার্ন ইউনিটের ওপর নির্ভরশীল। ২০১২ সালের ৭ সেপ্টেম্বর থেকে এ ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে বার্ন ইউনিটের জন্য পৃথক কোনও আইসিইউ কিংবা এইচডিও সুবিধা নেই। চিকিৎসকদের মতে, বার্ন ইউনিটের বেশির ভাগ রোগীর আইসিইউ সুবিধা প্রয়োজন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পৃথক স্বয়ংসম্পূর্ণ একটি বার্ন ইউনিট হাসপাতাল প্রতিষ্ঠা করা। বর্তমানে চমেক হাসপাতালে যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট রয়েছে সেটি পরিপূর্ণ নয়। সেখানে আইসিইউ এবং এইচডিইউ সুবিধা নেই। এ ছাড়া এ ইউনিটে নেই আধুনিক সব চিকিৎসার যন্ত্রপাতি। এ কারণে আগুনে বেশি পুড়ে যাওয়া রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হয়। সেখানে পৌঁছাতে গিয়ে অনেক রোগীকে বাঁচানো সম্ভব হয় না। এ হাসপাতাল প্রতিষ্ঠা হলে এখানেই আগুনে পোড়া রোগীদের চিকিৎসা মিলবে। এতে আগুনে পোড়া রোগীদের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হবে।

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ২৬ শর্যার এই বার্ন ইউনিটে রোগীর চাপ অত্যন্ত বেশি। কখনও কখনও ৬০ থেকে ৬৫ জন ছাড়িয়ে যায়। পর্যাপ্ত সিট না থাকায় মেঝেতেও রোগী রাখতে হয়। এ ছাড়া প্রতিদিন জরুরি বিভাগে ৩০ থেকে ৩৫ জন আগুনে পোড়া রোগী এবং আউটডোরে আরও ৩০ থেকে ৪০ জন চিকিৎসা নেন।

/এনএআর/
সম্পর্কিত
মানবসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
বিদেশে চিকিৎসা ব্যয়ে ছাড়, পাঠানো যাবে ১৫ হাজার ডলার
বাণিজ্য যুদ্ধে আপাতত ইস্তফা দিচ্ছে চীন-যুক্তরাষ্ট্র, কমছে শুল্ক
সর্বশেষ খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি