X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ২৩:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২৩:৩৩

সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে চাঁদপুরের হাজীগঞ্জ মডেল হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় হাজীগঞ্জ মডেল হাসপাতালের চিকিৎসক রনি চন্দ্র মজুমদার, সাদিয়া আফরিন ও অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন নবজাতকের বাবা।

শনিবার (২৯ এপ্রিল) বিকালে নবজাতকের বাবা মো. ইউসুফ মিয়া হাজীগঞ্জ থানায় এ অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার ইউসুফ মিয়ার স্ত্রী নাজমা আক্তারকে গত ১৮ এপ্রিল বিকালে হাজীগঞ্জ মডেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় নাজমার সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক রনি চন্দ্র মজুমদার ও সাদিয়া আফরিন। সিজারে ছেলেসন্তান হয় তার।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল নবজাতকের বাঁ পায়ে সমস্যা দেখা দিলে এক্স-রে করালে হাঁটুর ওপরের হাড় ভাঙা দেখা যায়।

অভিযোগপত্রে নাজমার বরাত দিয়ে উল্লেখ করা হয়, ডেলিভারির সময় চিকিৎসক ভুল করে নবজাতকের হাঁটুর ওপরের অংশ ধরে টানাহেঁচড়া করায় হাড় ভেঙে গেছে। বিষয়টি ওই চিকিৎসকদের জানিয়ে কোনও প্রতিকার না পাওয়ায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক রনি চন্দ্র মজুমদার বলেন, ‘ওই সিজারিয়ান অপারেশনের সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

বিষয়টি জানতে আরেক চিকিৎসক সাদিয়া আফরিনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে কথা বলতে রাজি হননি হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মো. আরিফ হোসেন। তিনি বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া হয়েছে, বিষয়টি থানায় গিয়ে বুঝবো।’

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি টেকনিক্যাল হওয়ায় অভিযোগটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পাঠিয়েছি। তিনি যে মতামত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মোটরবাইককে চাপা দিলো পুলিশের রেকার, আহত ৩
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী
চট্টগ্রামের সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে থাকার নির্দেশ
সর্বশেষ খবর
রিমালের ব্যাপক তাণ্ডব, এবারও বুক চিতিয়ে লড়েছে সুন্দরবন
রিমালের ব্যাপক তাণ্ডব, এবারও বুক চিতিয়ে লড়েছে সুন্দরবন
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ